তন্ময় ধর :
নওগাঁয় বাইপাস সড়কে ভুটভুটির ধাক্কায় মটরসাইকেল আরোহী নিলয় নামের এক ছাত্র নিহত ও ২ জন ছাত্র গুরুতর আহত হয়েছে।
নিহত নিলয় নওগাঁ শহরের মাষ্টার পাড়া এলাকার আফতাব মোল্লার ছেলে। আহত ২ বন্ধু হচ্ছে একই এলাকার রানা হোসেনের ছেলে রাকিব হোসেন (১৬) এবং সদরের বরেন্দ্র অফিস এলাকার জেমসের ছেলে সাদমান (১৬)। এরা সবাই নওগাঁ কেডি সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।নওগাঁ সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জানান, শুক্রবার বিকেলে নিলয় সহ ৩ বন্ধু মোটর সাইকেল নিয়ে শহরের বাইপাস ব্রীজ এলাকা থেকে শান্তাহারের দিকে যাবার সময় বিপরিত দিক থেকে আসা একটি শ্যালো মেশিন চালিত ভুটভুটি ধাক্কা দেয় মোটর সাইকেলটিকে। এতে নিলয় নামে ওই কিশোরের পা হাঁটু থেকে আলাদা হয়ে যায়। অপর দুজন গুরুত্বর আহত হয়।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ হাসপাতালে নিলে চিকিৎসক তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নিলয়কে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। রাকিব ও সাদমান নওগাঁ হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।