December 11, 2024, 12:45 am

সংবাদ শিরোনাম
মানুষের কল্যাণে কাজ করতে হবে- পার্বত্য উপদেষ্টা জয়পুরহাটে পুলিশ পরিচয়ে বীজ হিমাগারে দুর্ধর্ষ ডাকাতি উজিরপুরে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কুয়াকাটা পৌর যুবদলের তিন নেতা বহিষ্কার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ্য ও রোকেয়া দিবস পালিত বোরহানউদ্দিনে বেগম রোকেয়া দিবস ২০২৪ পালিত’ সম্মাননা পেলেন ৫ জয়িতা হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আটক সিংড়ায় সৎ মেয়েকে কুপিয়ে হত্যা সহিদ আলী’র পিতার জানাযা নামাজ ও দাফন সম্পন্ন ওসমানীনগরে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠান ও আলোচনা সভা

প্রচারণায় ব্যস্ত তিশা

প্রচারণায় ব্যস্ত তিশা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

 

আসছে ২৭শে অক্টোবর বাংলাদেশ ও ভারতে মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’ ছবিটি।  এ ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। গত শনিবার থেকে শুরু হয় এ ছবির আনুষ্ঠানিক প্রচারণা। শুরুতেই তিশা যান নটর ডেম কলেজে। এ ছবির প্রচারণার কাজে শনিবার নটর ডেম কলেজে তিশার সঙ্গে ছিল এ ছবির পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, আর ব্যান্ড চিরকুট। পুরো মাসটিই বিভিন্ন ক্যাম্পাসে ছবির প্রচারণায় অংশ নেবেন তিশা। তিনি বলেন, দেশের বাইরের বিভিন্ন উৎসবে অংশ নিয়ে সমপ্রতি দেশে ফিরেছি। ‘ডুব’ ছবির প্রচারণার কাজে বেশ কিছু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অংশ নেয়া হবে। এরমধ্যে আগামীকাল সেন্ট্রাল উইমেনস কলেজ অ্যান্ড ইউনিভার্সিটিতে, ১৯শে অক্টোবর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ২০শে অক্টোবর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২১শে অক্টোবর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ২২শে অক্টোবর ব্র্যাক ইউনিভার্সিটি, ২৩শে অক্টোবর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ২৫শে অক্টোবর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি)-তে আমি ও ‘ডুব’ ছবির শিল্পী, কলাকুশলী আর চিরকুট যাবে। বর্তমান সময়টা ‘ডুব’-এর প্রচারণায় ব্যস্ত থাকব আমি। আর ছবিটি নিয়ে আমি আশাবাদী। প্রসঙ্গত ‘ডুব’ ছবির একমাত্র গান গেয়েছে চিরকুট। গানের শিরোনাম ‘আহারে জীবন’। বিভিন্ন ক্যাম্পাাসে তিশা ও ফারুকীর সঙ্গে চিরকুট টিম অংশ নেয়ার পাশাপাশি ‘আহারে জীবন’ গানটিও গাইবেন। আর এ ছবির প্রচারণার জন্য ২৫শে অক্টোবর ঢাকায় আসবেন ‘ডুব’ ছবির অন্যতম অভিনয়শিল্পী বলিউডের জনপ্রিয় তারকা ইরফান খান। অংশ নেবেন ছবির প্রচারণায়। ছবির দেশীয় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া সূত্রে জানা যায়, ইরফান খান ‘ডুব’ ছবির উদ্বোধনী প্রদর্শনীতে থাকার পাশাপাশি এক সংবাদ সম্মেলনেও অংশ নেবেন। ২৭শে অক্টোবর মুম্বই ফিরে যাবেন তিনি। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশে জাজ মাল্টিমিডিয়া আর ভারতের এসকে মুভিজ। এর সহপ্রযোজক ইরফান খান। ‘ডুব’ ছবিতে আরও অভিনয় করেছেন তিশা, রোকেয়া প্রাচী, পার্ণো মিত্র প্রমুখ।

Share Button

     এ জাতীয় আরো খবর