জগন্নাথপুর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার সামনে থাকা ভাঙা রাস্তার কাজ পুরোদমে এগিয়ে চলছে দেড় কিলোমিটার ভাঙাচোরা সড়কে আরসিসি কাজের সাব ব্রেইজের কাজ প্রায় অর্ধেক শেষ হয়েছে।শ্রমিকরা দিন-রাত খেটে এই রাস্তার কাজ করছেন।দীর্ঘদিনের দাবি পূরণের ক্ষেত্রে পৌরবাসী আরও একধাপ এগিয়ে গেলো।
সরজমিনে দেখা যায়, জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের জগন্নাথপুর থেকে ডাবর পর্যন্ত ৯১ কোটি টাকা ব্যয়ে ২২ কিলোমিটার সড়কের সংস্কার কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড।এর মধ্যে জগন্নাথপুর পৌর শহরের ভেতরে দেড় কিলোমিটার ভাঙাচোরা সড়কে আরসিসি কাজ গত ২১ এপ্রিল শনিবার সুনামগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে সড়কের পাশে থাকা ড্রেন খনন করে গর্তে মাটি ভরাটের কাজ শুরু করেন।
জগন্নাথপুর বাজারবাসীর সাথে আলাপ করে জানা যায়,সড়কে কাজ শুরু হওয়াতে আমাদের দীর্ঘ দিনের দাবি পূরণ হতে যাচ্ছে।দীর্ঘদিন পরে হলেও সড়কে কাজ শুরু হওয়ায় আমরা খুশি।মান সম্পন্ন কাজ করার আহবান জানাচ্ছি।এবং কাজ শুরু হওয়াতে পৌরবাসীসহ সর্বস্তরের মানুষের আনন্দ লাগছে।আমরা দেখছি আগের সড়কের থেকে বর্তমান সড়কটি আরো বড় হবে।যত তাড়াতাড়ি সম্ভব সড়কের কাজ শেষ করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান বাজারবাসী।
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ সম্পাদক দিদার আহমদ সুমন বলেন,আমাদের আওয়ামীলীগ সরকার বিগত ৯ বছরে দেশের রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করেছেন।আর্থিক দিক দিয়ে দেশ অনেক উন্নতি লাভ করেছে।সরকারের লক্ষ্য ২০২১ সাল নাগাদ দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা এবং ২০৪১ সালে দেশকে উন্নত দেশে পরিণত করা হবে।দারিদ্র্যের হার কমানো,কৃষি উৎপাদন বৃদ্ধি,শিক্ষাসহ সামাজিক নানা সূচকে বাংলাদেশ ব্যাপক সাফল্য অর্জন করেছে।এতে গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন উল্লেখযোগ্য ভুমিকা রেখেছেন।বিশেষ করে বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মহোদয়ের আন্তরিকতায় আমরা পৌরবাসীর দীর্ঘ দিনের দাবী পূরণ করতে পেরেছি।জগন্নাথপুর উপজেলায় প্রত্যেক গ্রামের রাস্তায় কাজ হয়েছে।আজ আমরা গ্রামের লোক হয়েও মন্ত্রী মহোদয়ের জন্য বিদ্যুতের আলোয় আলোকিত হচ্ছি।সড়কে
কাজ দেখে আমরা জগন্নাথপুরবাসী খুশি।
এ ব্যাপারে এমএম বিল্ডার্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার মো.হারুনুর রশিদ জানান, ৯ দিনে পৌরশহরে ৭০০ মিটার সাব ব্রেইজ কাজ শেষ করেছি।আগামী পনের দিনের মধ্যে বৃষ্টি জন্য সমস্যা না হলে দেড় কিলোমিটারের সাব ব্রেইজের কাজ শেষ করতে পারবো।দেড় কিলোমিটারের কাজ মে মাসের শেষের দিকে আরসিসি ডালাই শেষ করা হবে ইনশাআল্লাহ।
প্রাইভেট ডিটেকটিভ/২মে২০১৮/ইকবাল