সুনা্মগঞ্জ প্রতিনিধিঃ
পৌর শহরের মল্লিকপুরস্থ বিজিবি ক্যাম্পের পাশে একটি গাড়ির ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম রুহুল আমীন হৃদয় (২৭)। সে শহরের মরাটিলা এলাকার মোঃ শাহ জামালের ছেলে। গাড়িটির পরিচয় জানা যায়নি। কেউ বলছেন লেগুনা কেউ বলছেন পাজারো। গাড়িটির পরিচয় খোঁজতে আইনশৃংখলা বাহিনী ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল সোমবার সকাল সাড়ে ১১টায় হৃদয় মোটর সাইকেল যোগে আব্দুজ জহুর ব্রীজের দিকে যাচ্ছিল এ সময় বিপরীত দিক থেকে একটি গাড়ি মল্লিকপুরস্থ বিজিবি’র ক্যাম্পের প্রধান ফটকের সামনে এলে মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী হৃদয় গাড়ি ধাক্কায় ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তবে গাড়িটি জব্দ কিংবা চালককে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটির সন্ধান এখনও পাওয়া যায়নি, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে।
প্রাইভেট ডিটেকটিভ/২মে২০১৮/ইকবাল