মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে ১০নং নাজিরাবাদ ইউনিয়নের হোসেনপুর গ্রামে ২ভাইয়ের বসতবাড়ীর জমির মালিকানা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে গোয়ালঘরে আগুন ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আবুল কালাম ময়নু বাদী হয়ে আব্দুল আহাদ মজনু (৫৫), টিপু মিয়া (২২) ও স্বপ্না বেগম (৪৬)কে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় মামলা (নং-২৭, তারিখঃ ২৩/০৪/২০১৮ইং) দায়ের করেছেন। জানা গেছে- আদালতের নির্দেশে গত ২১ এপ্রিল স্থানীয় ১০নং নাজিরাবাদ ইউপি চেয়ারম্যান-মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিদের মাধ্যমে আবুল কালাম ময়নু ও আব্দুল আহাদ মজনু দুই ভাইয়ের পূর্ব বিরোধ ও তাদের মধ্যকার মনোমালিন্য নিয়ে ইউপি চেয়ারম্যান অফিসে মীমাৎসা বৈঠক এর আয়োজন করা হয়। বৈঠকে এক পক্ষ অপর পক্ষের বিরুদ্ধে অশালীন বক্তব্য দেওয়ায় উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীতে আব্দুল আহাদ মজনু বাড়ীতে গিয়ে বিরোধীয় জমির গোয়ালঘরে রক্ষিত মালামাল ভাংচুর করেন। অপরদিকে, বিকাল সাড়ে ৪টার দিকে তাদের মধ্যকার মনোমালিন্য বিরোধ এর কারনে একই ঘরে আগুন লাগিয়ে দেয়া হয়। ঘঠনার সত্যতা জানতে তাদের অপর বড় ভাই আব্দুল গফুর এ প্রতিবেদককে জানান- ভাইদের মধ্যকার বিরোধীয় বিষয়টি দীর্ঘ ৩১ বছর ধরে ছলমান। দু‘জনই লোক ভাল নয়। কেউ কাউকে ছাড় দিতে রাজী নয়। চেয়ারম্যান অফিসে মীমাৎসা বৈঠক থেকে উঠে এসে আব্দুল আহাদ মজনু উত্তেজিত হয়ে ঘরের টিন ও খুটি টানা-টানি করেছেন। তবে শুনেছি আগুন লেগেছে সাড়ে ৪টার দিকে। কে আগুন লাগিয়েছে আমরা কেউ দেখিনি। ২য় শ্রেণীর ছাত্র মোসাদ্দেক হোসেন আরমান জানান- আবুল কালাম ময়নু এর স্ত্রী রেফা বেগম আমাকে দিয়ে ঘরের দরজার তালা খুলিয়েছেন। এর কিছুক্ষন পরই আগুনের ঘটনা ঘটে। আব্দুল আহাদ মজনু জানান- আমাকে একাধিকবার নির্যাতন করা হয়েছে। সৈয়দা রেফা বেগম গোয়ালঘরে আগুন লাগিয়ে আমাদের হয়রানী করার জন্য থানায় মিথ্যা মামলা দায়ের করেছেন। একই ঘরে সাত থেকে আট বছর আগেও একই ভাবে আগুন লাগানো হয়েছিল। আমার স্বত্ব দখলীয় জায়গা জোরপৃর্বক দখল করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। মামলার বাদী আবুল কালাম ময়নু জানান- আব্দুল আহাদ মজনু যোগাযুগীমূলে জাল কাগজাত সৃষ্টি করে আমাদের সম্পত্তি আন্তসাৎ করার পায়তারা করছেন। সর্বশেষ আমার বসতঘরে লুট-পাট করে এবং আগুন লাগিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষতি করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৮এপ্রিল২০১৮/ইকবাল