January 3, 2025, 8:16 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

কর কর্মকর্তার ওপর কর্মচারীদের হামলা বিসিসি’র

বরিশাল প্রতিনিধিঃ

বরিশাল সিটি করপোরেশনের মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার সামনে কর কর্মকর্তা আবুয়াল মাসুদ মামুনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকরা। অফিসে প্রভাব বিস্তার নিয়ে দৈনিক মজুরি ভিত্তিক কর্মকারী মো. রাজিব, ইকরামুল হোসেন, রোকসাদুজ্জামান হিমেল এবং মিন্টু দাস এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ।

বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নগর ভবন চত্ত্বরে সিসি ক্যামেরার সামনে এই হামলা পর বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসেন মেয়র-কাউন্সিলর এবং কর্মকর্তা-কর্মচারীরা।
বিসিসি’র কর কর্মকর্তা আবুয়াল মাসুদ মামুন জানান, দৈনিক মজুরি ভিত্তিক কর্মী ইকরামুল হোসেন এবং রোকসাদুজ্জামান হিমেল তার কক্ষে গিয়ে তাদের চাকরিচ্যুতির কারণ জানতে চান। বিষয়টি নিয়ে তিনি প্রধান নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলার পরামর্শ দেন। বিকেল সাড়ে ৩টার দিকে অফিস কক্ষ থেকে বের হয়ে নগর ভবন চত্ত্বরে যাওয়া মাত্রই দৈনিক মজুরি ভিত্তিক ৪ কর্মী নিজেদের বঙ্গবন্ধু পেশাজীবী লীগ পরিচয় দিয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে কটাক্ষ করার অভিযোগ তুলে তার উপর আকস্মিক হামলা চালায়। তারা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। ঘটনার সময় মেয়র আহাসান হাবিব কামাল এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামানও তার অদুরে পেছনে ছিলেন।
এ ঘটনার পরপরই নগর ভবনে গিয়ে মেয়রের কক্ষে ভীড় দেখা যায়। সেখানে হামলাকারীদের পক্ষাবলম্বন করে বক্তব্য দেন বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের নেতা ও নগর পরিচ্ছন্নতা কর্মকর্তা দীপক লাল মৃধা, সম্প্রতি ঠিকাদারের হাতে লাঞ্ছিত হওয়া নির্বাহী প্রকৌশলী মো. আনিচুজ্জামান এবং মোয়াজ্জেম হোসেন।

এ সময় মেয়র আহসান হাবিব কামাল সবার উদ্দেশ্যে বলেন, আবুয়াল মাসুদ মামুন কেন, নগর ভবনে কোন কর্মকর্তা-কর্মচারিই আবুল হাসানাত আবদুল্লাহ সম্পর্কে কটুক্তি করতে পারে না। আর ঘটনার সময় তিনি এবং প্রধান নির্বাহী কর্মকর্তা একটু পেছনে ছিলেন। তিনি বা প্রধান নির্বাহী কর্মকর্তা এ রকম কোন মন্তব্য শোনেন নি। এটা অহেতুক হয়রানী করার জন্য একজন নেতার নাম ব্যবহার করা হয়েছে।

জরুরি বৈঠকে উপস্থিত জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবায়দ উল্লাহ সাজু বলেন, আবুল হাসানাত আবদুল্লাহর নাম ব্যবহার করে নোংরা রাজনীতি বন্ধ হওয়া দরকার। এ ব্যাপারে তিনি মেয়র এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে কঠোর হওয়ার অনুরোধ করেন।

জরুরি বৈঠকের প্রথম দিকে নির্বাহী প্রকৌশলী আনিচুজ্জামান এবং দীপক লাল মৃধা হামলাকারীদের পক্ষে অবস্থান নিলেও পরে হামলাকারী শ্রমিকরা বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের কেউ নয় বলে দায় এড়ানোর চষ্টিা করেন।

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর