জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
জগন্নাথপুরে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা কার্যক্রম ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মরহুম হাফিজ হুসাইন আহমদ হারিছের স্বরণে খতমে কোরআন,মিলাদ ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
গতকাল মঙ্গলবার জগন্নাথপুর উপজেলা পরিষদের হল রুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আতাউর রহমান।
জগন্নাথপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: মাসুম বিল্লাহর সভাপতিত্বে ও জগন্নাথপুর ইসলামি ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার মাওলানা মো: মুহিবুর রহমানে পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, জগন্নাথপুর ইসলামি ফাউন্ডেশনের সাধারন কেয়ারটেকার মাওলানা নিজাম উদ্দিন জালালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবাসী মো: নুরুজ্জামান, হাজী নিজাম উদ্দিন, মাওলানা দ্বীনুল ইসলাম প্রমুখ। সভায় জগন্নাথপুর ইসলামি ফাউন্ডেশনের সকল কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে মরহুমের পরিবারের হাতে উপজেলা শিক্ষকগণের পক্ষ থেকে নগদ ৪৫ হাজার টাকা, উপজেলা পরিষদের পক্ষ থেকে নগদ ৫হাজার টাকা ও একটি সেলাই মিশিন তুলে দেওয়া হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল