মোঃ জুলহাজুল কবীর নবাবগঞ্জ, দিনাজপুরঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান কর্তৃক ঘোড়াঘাট প্রেস ক্লাবের সভাপতিকে প্রকাশ্য মারপিটের হুমকি প্রদান করায়, মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার রাণীগঞ্জ বাজার রহমানিয়া হোটেলের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ঘোড়াঘাট প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শহিদুল ইসলাম আকাশের সঞ্চালনায় ও প্রেস ক্লাবের সভাপতি এম এ গাফফার প্রধানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন,সিনিয়র সহ সভাপতি মাহতাব উদ্দিন আল মাহমুদ,সহ সভাপতি তোজাম্মেল হক,মজিবর রহমান, যুগ্ম সম্পাদক মোনোরঞ্জন মহন্ত,বিশিষ্ট সাংবাদিক সৈয়দ হারুনুর রশীদ, মঞ্জুরুল ইসলাম, এফতেখার আহম্মেদ বাবু, সদস্য আজহারুল ইসলাম সাথী,রহুল কুদ্দুস,শাহ জাহান চৌধুরী,ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর,সাধারন সম্পাদক কাজী নাসির মঈদ, নবাবগঞ্জ রিপোটার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জুলহাজুল কবীর প্রমুখ। গত ১৬ এপ্রিল সোমবার বিকেল ৫টায় রাণীগঞ্জ বাজার শ্যামলী পরিবহন টিকেট কাউন্ডারের পাশে একটি চায়ের দোকানের সামনে চা-পানের সময় ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ শামীম হোসেন চৌধুরী প্রেস ক্লাবের সভাপতি এম এ গাফফার প্রাধানকে আকস্মিক ভাবে উত্তেজিত হয়ে প্রকাশ্যে মারপিটের হুমকি দেয়। প্রতিবাদ সভায় আগামী ১০ দিনের মধ্যে সাংবাদিকে হুমকি দাতা ঐ উপজেলা চেয়ারম্যান প্রকাশ্যে ক্ষমা না চাইলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার কর্মসূচি ঘোষণা করা হবে বলে প্রতিবাদ সভায় জানানো হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল