গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিঃ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে আপন চাচাতো ভাইয়ের হাতে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত যুবক উপজেলার রুস্তমপুর ইউনিয়নের খলামাদ নোয়াপাড়া গ্রামের হামিদ আলীর ছেলে শিব্বির আহমদ (৩০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে শিব্বির ও তার চাচাতো ভাই বদরুল, জামাল, ফয়েজ গংদের সাথে বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে গত শনিবার সন্ধ্যায় বাড়ির সীমানা নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। বাকবিতান্ডার এক পর্যায়ে তাদের মাঝে সংঘর্ষ বাঁধলে শিব্বির আহমদ গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত দশটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে পুলিশ এক মহিলাসহ দুইজনকে আটক করেছে। আটককৃতরা হলেন উপজেলার নয়াপাড়া গ্রামের নিহত শিব্বিরের চাচা আমিনুল ইসলাম (৫০) ও আইয়ুবুর রহমানের স্ত্রী আমিরুন নেসা।
গোয়াইনঘাট থানার ওসি মো. দেলওয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৩এপ্রিল২০১৮/ইকবাল