অনলাইন ডেস্কঃ
গাইবান্ধায় পৃথক স্থান থেকে উর্মি বেগম (২০) ও ফুলুরানী বেগম (৪০) নামে দুই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুপাড়া গ্রাম থেকে উর্মি ও সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের ভাজাকালাই গ্রাম থেকে ফুলুরানীর মরদেহ উদ্ধার করা হয়।
উর্মি বালুপাড়া গ্রামের মনিম মিয়ার স্ত্রী ও ফুলুরানী ভাজাকালাই গ্রামের গোফফার মিয়ার স্ত্রী।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত গৃহবধূর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক স্বামী মনিমকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
অপরদিকে ফুলুরানীর পরিবারের অভিযোগ, কিছুদিন থেকে স্বামী গোফফারের সাথে তারও পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে ফুলুরানীকে পিটিয়ে হত্যা করে তার মরদেহ স্থানীয় একটি নদীর পাশে ধান ক্ষেতে ফেলে রাখে। শনিবার সকালে স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দুপুরে গোফফার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে এলে তার কথায় অসঙ্গতি থাকায় তাকে আটক করা হয়।