কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কলারোয়ায় জমি সংক্রান্তের জেরে প্রতিপক্ষের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন উপজেলার দেয়াড়া ইউনিয়নের মৃত মতলেব সরদারের ছেলে আবুল কাশেম(৭৫) ও আব্দুল সরদারের ছেলে হাবিবুর রহমান(১৭)।
আহত আবুল কাশেম জানান,তার পৈত্রিক জমিতে দীর্ঘদিন বসবাস করে আসছেন। গতকাল শুক্রবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সেই পৈত্রিক জমির সিমানা নির্ধারণ করে দেন। আজ শনিবার বেলা ১২টার দিকে সেই সিমানায় বেড়া দিতে গেলে পাশের জমির মালিক কবির সরদারের ছেলে আঃ কাদের, তার ছেলে হাসানুর ও ইমামের ছেলে আঃ গফুর লোহার রড,বাশের লাঠি নিয়ে হামলা করে আবুল কাশেমর উপর।
এসময় তার প্রতিবেশী নাতি হাবিবুর রহমান তার পক্ষে কথা বল্লে তারা তাকে বেধড়ক পিটিয়ে রক্তাত্ত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কলারোয়া হাসাপাতালে ভর্তি করেন।
কলারোয়া হাসপাতালের আরএমও ডাঃ শফিকুল ইসলাম জানান,আহত অবস্থায় তারা দু’জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) বিপ্লব কুমার নাথ জানান, তিনি বিষয়টি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবেন।