কুমিল্লা–০৯ আসনে মুখোমুখি বিশিষ্ট দুই শিল্পপতি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
কুমিল্লা–০৯ লাকসাম–মনোহরগঞ্জ উপজেলা নিয়ে নির্বাচনী এলাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের একক প্রার্থী বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বর্তমান সংসদ সদস্য ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তাজুল ইসলাম। বিএনপির মনোয়ন পাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি চৈতি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কালাম। দেশের বিশিষ্ট এ দুই শিল্পপতি লাকসাম মনোহরগঞ্জ আসনে এখন মুখোমুখি। লাকসাম উপজেলার ৭টি ইউনিয়ন ও প্রথম শ্রেণির মর্যাদাপ্রাপ্ত একটি পৌরসভা এবং মনোহরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত বর্তমানে এ নির্বাচনী আসন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দু’টি উপজেলায় চলছে আলোচনা। বিশিষ্ট শিল্পপতি ও ধনাঢ্য ব্যক্তিবর্গ, সুনাম সুখ্যাতি ভরা অত্র এলাকা। জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মূলত দেশের প্রধান দু’টি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে প্রতিদন্ধিতা ও লড়াই হয়। বিগত ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী মুক্তিযুদ্ধকালীন বিএলএফ ডিপুটি কমান্ডার এড. এটিএম আলমগীর বিজয়ী ও সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এর ১৫ফেব্রুয়ারী ৬ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বিএনপি প্রার্থী এড.এটিএম আলমগীর বিজয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ এর ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিশিষ্ট শিল্পপতি ফেবিয়ান গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের চেয়ারম্যান ও যমুনা ব্যাংক চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বিজয়ী ও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির গণজোয়ারে বিএনপি প্রার্থী আলানা গ্রুপ চেয়ারম্যান কর্নেল (অবঃ) এম আনোয়ারুল আজিম বিজয়ী সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী বিশিষ্ট শিল্পপতি মোঃ তাজুল ইসলাম দ্বিতীয় বারের মত বিজয়ী ও সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের ৫জানুয়ারী দশম জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম তৃতীয় বারের মতো বিজয়ী ও সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমান সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম সরকারের বিদ্যুৎ জ¦ালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য। তিনি লাকসাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি। নির্বাচনী এলাকায় তিনি সরকারের উন্নয়ন কর্মকা– বাস্তবায়ন করে যাচ্ছেন। আওয়ামী লীগের তেমন কোন গ্রুপিং নেই। গ্রুপিং করা কোন নেতা অথবা এ আসনে বর্তমান সংসদ সদস্যের বাহিরে আওয়ামী লীগের বিকল্প কোন প্রার্থী মাঠে নেই। বর্তমান সংসদ সদস্য একক প্রার্থী হিসাবে এই আসনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। তিনি আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো প্রার্থী হবেন মনে করা হচ্ছে। অপরদিকে অন্যতম রাজনৈতিক দল বিএনপি থেকে প্রার্থী হতে একাধিক ব্যক্তির আশা ও ইচ্ছুক। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান লাকসাম–মনোহরগঞ্জ আসনে যারা দলীয় মনোনয়ন পেতে আশাবাদী ও ইচ্ছুক তাদের সকলের জীবন বৃত্তান্ত ও কর্মকা– সম্পর্কে অবগত। সাবেক এমপি কর্নেল (অব🙂 আনোয়ারুল আজিম ২০০১সালে জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হন। তিনি বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ–সভাপতি ছিলেন। বিএনপি ও অঙ্গসংগঠন পূর্ণগঠন কেন্দ্র করে নতুন করে লাকসাম–মনোহরগঞ্জ উপজেলা যুবদল ও ছাত্রদলের কমিটি গঠন করা নিয়ে সাবেক এমপি কর্নেল (অব🙂 আনোয়ারুল আজিম দলীয় পদ থেকে পদত্যাগ করেন এবং ইতোমধ্যে তিনি আবার পদত্যাগ পত্র প্রত্যাহারের আবেদন করেছেন বলে জানা যায়। তবে ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির নব–নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি চৈতি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কালাম বিগত ২০০১সালসহ তিনবার দলীয় মনোনয়ন চেয়েছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লাকসাম–মনোহরগঞ্জ উপজেলা বিএনপিকে শক্তিশালী ও ঢেলে সাজানোর জন্য আবুল কালামকে দায়িত্ব দিয়েছেন। ইতোমধ্যে হাইকমান্ড ও কুমিল্লা জেলা নেতৃবৃন্দ লাকসাম–মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সুপার ফাইভ কমিটি অনুমোদন এবং যুবদল ও ছাত্রদলের নতুন করে কমিটি পুর্ণগঠন করা হয়েছে এবং আবুল কালামের নেতৃত্বে বিএনপির পুর্নাঙ্গ কমিটি পুর্ণগঠন করে দলকে তৃণমুলে শক্তিশালী করতে কাজ চালিয়ে যাচ্ছেন। বিএনপি নেতা মোঃ আবুল কালাম ইতোমধ্যে তাহার মুদাফ্ফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামের বাড়ীতে একাধিক বার সভা ও কর্মী সম্মেলন করেছেন। লাকসাম–মনোহরগঞ্জে তাহার তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং আগামি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির নব–নির্বাচিত সভাপতি বিশিষ্ট শিল্পপতি চৈতি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর মোঃ আবুল কালাম মনোনয়ন পেতে যাচ্ছেন। মনে করা হচ্ছে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেতে পারেন মোঃ আবুল কালাম। লাকসামের কৃতীসন্তান চৈতি গ্রুপের কর্ণধার আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশী। তিনি ১৯৯৬ এরপর থেকে প্রায় ২০ বছর ধরে বিএনপির সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি ২০০১ সালসহ এ পর্যন্ত ৩ বার বিএনপির মনোনয়ন চেয়েছেন। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন চাইবেন। বিশিষ্ট শিল্পপতি ও চৈতি গ্রুপের কর্ণধার বিএনপি নেতা মোঃ আবুল কালামের বাড়ী লাকসামের মুদাফ্ফরগঞ্জ ইউনিয়নের পাশাপুর গ্রামে। দেশের ধনার্ঢ্য ও অর্থশালী ব্যক্তিদের মধ্যে অন্যতম লাকসামের এ কৃতী সন্তান মোঃ আবুল কালাম। তিনি একজন সমাজসেবক ও দানবীর। তিনি লাকসামের মুদাফ্ফরগঞ্জ স্কুল এ– কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি এবং নিজ এলাকায় স্কুল এ– কলেজ ও মেডিকেল কলেজ করার উদ্যোগ ইতোমধ্যে নিয়েছেন এবং কাজ চলছে। এ ছাড়া বিএনপি থেকে সাবেক এমপি কর্নেল (অব🙂 আনোয়ারুল আজিম, সাবেক এমপি এড. এটিএম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক ড. রশিদ আহমদ হোসাইনী, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ইলিয়াছ পাটোয়ারী, জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক ও দৈনিক আজকের জীবন সম্পাদক–প্রকাশক সফিকুর রহমান মনোনয়ন চান।