মাসউদ রানা বিশেষ প্রতিনিধিঃ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, দিনাজপুরের শিক্ষার্থীদের বিশ্বায়িত করে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষাদানে শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, দিনাজপুরের শিক্ষার্থীদের গ্লোবাল ভিলেজে প্রবেশ করাতে হবে। এক্ষেত্রে শিক্ষাবোর্ডের চৌকশ ভূমিকায় কাজ করতে হবে।
এদিকে, কর্মকর্তা-কর্মচারীদের দাবীর প্রেক্ষিতে শিক্ষাবোর্ডে শিঘ্রই বাস সার্ভিস চালুর ঘোষনা দেন তিনি।
রবিবার বেলা ১১টার দিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ৮তলা প্রশাসনিক ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
দিনাজপুর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু বকর সিদ্দিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. হামিদুল আলম বিপিএম। বোর্ডের সহকারি সচিব ড. আব্দুর রাজ্জাক এর পরিচালনায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. নুরুজ্জামান জাহানী, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নবনির্মিত ৮তলা প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল