প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাক-স্বাধীনতার হরণ নয় ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করবে। বাক-স্বাধীনতার নামে যারা সংখ্যালঘু নির্যাতন, নারী নির্যাতন উসকে দেয় তাদের রুখবে এ আইন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার আয়োজিত ‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘কতটা সময় লাগবে এ আইন পাস হতে। দ্রুত চেষ্টা করেন।’ এমপিরা জানান, ‘কমপক্ষে একমাস সময় লাগবে।’কোটা বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা বাতিল হয়ে যাওয়ায় ৩-৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু আইসিটিতে রয়েছে লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ। সরকারি চাকরিতে এতো সুযোগ নেই। তাই সরকারি চাকরির আশায় বসে না থাকে এবং ফেসবুকে সময় নষ্ট না করে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি।ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, তথ্যপ্রযুক্তি সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি ইমরান আহমেদ।
প্রাইভেট ডিটেকটিভ/১৫এপ্রিল২০১৮/ইকবাল