সুনামগঞ্জ প্রতিনিধিঃ
গতকাল রোববার সনাকের অনুপ্রেরণা গঠিত গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ্যাক্টিভ মাদারস্ ফোরামের সভা আয়োজন করা হয়। সভায় জেলা সনাকের শিক্ষা উপ-কমিটির আহব্বায়ক অধ্যাপক পরিমল কান্তি দে এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সনাক সদস্য শিক্ষাবিদ যোগেশ্বর দাস, এনামুল হক চৌধুরী, নির্মল ভট্টার্চায, কানিজ সুলতানা, টিআইবি’র এরিয়া ম্যানেজার মো. মোরশেদ আলম, এ্যাক্টিভ মাদারস ফোরামের সমন্বয়কারী স্বপ্না বেগম, গোধারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক হরলাল দাসসহ আরো অনেকে। বক্তারা বলেন যে একটি স্কুল উন্নয়নের জন্য অভিভাবকদের সচেতনতা অনকে জরুরি। আর এই সচেতনাই পারে স্কুলের সকল সমস্যা দুর করে লক্ষিত ফলাফলে পৌনছাতে। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। কোন স্কুলের অভিভাবক যদি সচেতন না হয় তাহলে সেই স্কুলের লেখাপড়ার মান উন্নত হতে পারে না। এ জন্য জবাবদিহিতা ও স্বচ্ছতা একটি অনেক বড় মাধ্যম। অভিভবকরা যেমন তাদের ছেলে-মেয়েদের ভালো ফলাফল প্রত্যাশা করে, তেমনি একটি স্কুলের শিক্ষকরা চায় অভিভাকরা যেন তাদের বাড়িতে ছেলে-মেয়েদের পড়াশুনা পরিবেশ সৃষ্টি করে ভালো ফলাফলে সহায়তা করে। পাশাপাশি বর্তমান সময়ে বিভিন্ন সিদ্ধান্তের কারনে পড়াশুনার পদ্ধতিতে পরির্বতন হচ্ছে। সেদিকে লক্ষ রেখে আমাদের ছেলে-মেয়েদের আগামী চ্যালেঞ্চের প্রস্তুুত করতে হবে। সভাটি পরিচালনা করেন সহকারি ব্যবস্থাপক মো: জিয়াউর রহমান। এছাড়াও ইয়েস সদস্যরা উপস্থিত ছিল।
প্রাইভেট ডিটেকটিভ/১৫এপ্রিল২০১৮/ইকবাল