বড় বউয়ের চরিত্রে ঊর্মিলা
ডিটেকটিভ বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরু থেকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তি কর। এবার তাকে দেখা যাবে বড় বউয়ের চরিত্রে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বড় বউ হয়ে আসছেন ঊর্মিলা শ্রাবন্তি কর। ছোট বউয়ের চরিত্রে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। ঊর্মিলার কোনো সন্তান না হওয়ার কারণে মোশাররফ করিমকে দ্বিতীয় বিয়ে করতে হয়। কিন্তু দ্বিতীয় বউয়ের কি সন্তান হবে? আর না হলেইবা কি করবে মোশাররফ করিম। এমনি এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শুকনো পাতার নূপুর’। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা মামুন। এই নাটকটি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, এরইমধ্যে ধারাবাহিকটির শুটিং শেষ করেছি। এতে আমি মোশাররফ ভাইয়ের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক ইমোশনাল। অনেক ভালো লেগেছে। এই ধরনের চরিত্রে কাজ করতে অনেক ভালো লাগে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ নির্মতা জানান ‘গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকটির গল্প দারুণ। এই নাটকে আমি সামাজিক কিছু কুসংস্কার তুলে ধরেছি। এই কুসংস্কারগুলো আমাদের সমাজে এখনও বিদ্যমান। এছাড়াও নাটকটিতে ছোট ছোট অনেক বিষয় আছে সেগুলো দর্শকদের পূর্ণ বিনোদন দেবে। অভিনয় শিল্পীরা প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। ধারাবাহিকটি নিয়ে আমি বেশ আশাবাদী। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহিদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্যনাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিকটি শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।