July 15, 2025, 10:14 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বড় বউয়ের চরিত্রে ঊর্মিলা

বড় বউয়ের চরিত্রে ঊর্মিলা

ডিটেকটিভ বিনোদন ডেস্ক

ক্যারিয়ারের শুরু থেকে বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে আসছেন জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তি কর। এবার তাকে দেখা যাবে বড় বউয়ের চরিত্রে। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বড় বউ হয়ে আসছেন ঊর্মিলা শ্রাবন্তি কর। ছোট বউয়ের চরিত্রে দেখা যাবে মন্দিরা চক্রবর্তীকে। ঊর্মিলার কোনো সন্তান না হওয়ার কারণে মোশাররফ করিমকে দ্বিতীয় বিয়ে করতে হয়। কিন্তু দ্বিতীয় বউয়ের কি সন্তান হবে? আর না হলেইবা কি করবে মোশাররফ করিম। এমনি এক গল্পে নির্মিত হয়েছে নাটক ‘শুকনো পাতার নূপুর’। এটি রচনা ও পরিচালনা করেছেন শাহজাদা মামুন। এই নাটকটি প্রসঙ্গে ঊর্মিলা বলেন, এরইমধ্যে ধারাবাহিকটির শুটিং শেষ করেছি। এতে আমি মোশাররফ ভাইয়ের বড় বউয়ের চরিত্রে অভিনয় করেছি। চরিত্রটি অনেক ইমোশনাল। অনেক ভালো লেগেছে। এই ধরনের চরিত্রে কাজ করতে অনেক ভালো লাগে। আশা করি দর্শকেরও ভালো লাগবে।’ নির্মতা জানান ‘গ্রামীণ পটভূমিতে নির্মিত নাটকটির গল্প দারুণ। এই নাটকে আমি সামাজিক কিছু কুসংস্কার তুলে ধরেছি। এই কুসংস্কারগুলো আমাদের সমাজে এখনও বিদ্যমান। এছাড়াও নাটকটিতে ছোট ছোট অনেক বিষয় আছে সেগুলো দর্শকদের পূর্ণ বিনোদন দেবে। অভিনয় শিল্পীরা প্রত্যেকে ভালো অভিনয় করেছেন। ধারাবাহিকটি নিয়ে আমি বেশ আশাবাদী। এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশিদ, শামিমা তুষ্টি, জয়রাজ, শহিদ আলমগীর, হিমি হাফিজ, রিমু রোজা খন্দকার, আফরোজা হোসাইন, তানিন তানতা, এস এম মহসিন, বৈদ্যনাথ সাহাসহ আরও অনেকেই। ধারাবাহিকটি শিগগিরই চ্যানেল আইয়ে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Share Button

     এ জাতীয় আরো খবর