মৌলভীবাজার প্রতিনিধিঃ
জুড়ীতে ফুলতলা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০ পিচ ইয়াবা, ৭০ বোতল ফেন্সিডিল ও নগদ ১লক্ষ ১০ হাজার টাকাসহ মাদক ব্যাবসায়ী মিনারা বেগম (৫০) কে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস। সে একই এলাকার মিরা মিয়ার স্ত্রী। এ সময় অপর মাদক ব্যবসায়ী পুত্র তাজুল ইসলাম (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় কর্মকতা সুবোধ কুমার বিশ্বাস জানান- গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যাবসায়ী মিনারা বেগমকে আটক করা হয়। সে দীঘ দিন যাবত জেলার বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা ( নং- ০৬, তারিখ ঃ ০৯/০৪/২০১৮ইং) দায়ের করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১১এপ্রিল২০১৮/ইকবাল