ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নিউ এক্স্যাক্ট ওয়েভ সলিউশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান (২য় বিজ্ঞান) ভবনে বিভাগের কম্পিউটার ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
গণিত বিভাগের সহকারী অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মো: নূরুল ইসলাম।
এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল এ কে সালেহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক কামরুন্নাহার, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আবুল কাওসার, সহকারী অধ্যাপক সজীব আলী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম রেজা, সহকারী অধ্যাপক শাহীনূর রহমান প্রমুখ।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আলী আকবরের তত্তা¡বধায়নে ‘নিউ এক্স্যাক্ট ওয়েভ সলিউশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স’ বিষয়ের উপর গবেষণা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো: নূরুল ইসলাম।
প্রাইভেট ডিটেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল