মাসউদ রানা দিনাজপুর প্রতিনিধিঃ
বিজিবি দিনাজপুরে ২৯০ বোতল ফেন্সিডিল ও একটি প্রাইভেট কারসহ ২ জনকে আটক করেছে।
সোমবার সকাল ১১টায় দিনাজপুরের সীমান্তবর্তী উপজেলা হাকিমপুরের হিলি চৌরাস্তায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ ব্যাটালিয়ন বিজিবির টহলদল ২৯০ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেট কার (বগুড়া জ-১৪-১৯২৬) আটক করে। এসময় বিজিবির হাতে আটক হয় মাদক ব্যবসায়ী বগুড়া সদর উপজেলার শিববাটীর নরেন চন্দ্র রায়ের পুত্র নারায়ণ চন্দ্র রায় ও কারের চালক বগুড়া সদর উপজেলার মাটিডালির মফিজউদ্দীনের পুত্র মোমিন উদ্দীন।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার শাহ আলম বাদী হয়ে হাকিমপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আটক ২ জনকে পুলিশের কাছে সোপর্দ করেন।
প্রাইভেট ডিটেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল