ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চতুর্থ আইটি উৎসব অনুষ্ঠিত হয়েছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন ‘স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (এসএআইসিই) এর চতুর্থ আইটি উৎসব শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় ড. এম ওয়াজে মিয়া বিজ্ঞান ভবনের ১৩৩ নং কক্ষে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি সহযোগী অধ্যাপক তারেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ড.পরেশ চন্দ্র বর্ম্মন, প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, প্রফেসর ড. মোঃ জাহিদুল ইসলাম, ইংরেজি বিভাগের প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন।‘এসএআইসিই’ এর প্রোগামিং ক্লাব এর অন্তভূক্ত গণিত ও প্রোগামিং বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভাগের ১ম,২য় ও ৩য় বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহন করে। অনসাইড মাধ্যমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে।‘এসএআইসিই’ এর দুটি শাখা রয়েছে। ইনোভেশন ক্লাব ও প্রোগামিং ক্লাব প্রোগামিং ক্লাবের অন্তর্ভূক্ত গণিত ও প্রোগামিং বিষয়ে সপ্তাহে দুই দিন ওয়ার্কশপ হয়।
প্রাইভেট ডিটেকটিভ/৮এপ্রিল২০১৮/ইকবাল