ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে অলিম পরীক্ষার কেন্দ্র প্রবেশ করে নকল সহযোগীতার অভিযোগে হাসিব আহমেদ জুয়েল (১৯) নামের এক ছাত্রলীগ নেতাকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে কোরআন মাজিদ পরীক্ষা চলাকালে জুলেয় প্রবেশ করে নকল দেয়ার সময় দায়ীত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জুয়েলকে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে সরকারি আইন অমান্য করায় ১৮৮ ধারায় ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। জুয়েল ওই মাদ্রাসা শাখার ছাত্রলীগের সভাপতি ও বদরপুর ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। লালমোহন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবিবুল হাসান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া মানপুরা হাজির হাট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র বাংলা প্রথম পত্র পরীক্ষা চলাকলিন মনপুরা ডিগ্রী কলেজের এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আঃ আজিজ মিঞা। উল্লেখ্য, এবছর ভোলা জেলার ১৪টি কেন্দ্রে ৮ হাজার ৯২০ পরীক্ষার্থীর অংশগ্রহণ করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল