মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ কমলগঞ্জে ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা বাজারে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে প্রকাশ্য জনসম্মুখে হাবিল (১৬) নামে এক কিশোরকে কালেঙ্গা বাজারের আমিনুল ডিজিটাল ষ্টোডিও এর সামনে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এ সংবাদ লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং গুরুতর আহত হাবিল মৌলভীবাজার সদর হাসপাতালে ( বেড নং-৩৪) চিকিৎসাধীন রয়েছেন। জানা গেছে- গত ১ এপ্রিল একই এলাকার কাদির মিয়ার ছেলে জাবেদ (৩০) ও মুমিন মিয়ার ছেলে নুর মিয়া (১৫) এর মধ্যে ক্রীকেট খেলা নিয়ে তর্কাতর্কির এক পর্যায়ে খেলার মাঠে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এর জের ধরে রাত ৯টার দিকে নুর মিয়ার খালোতো ভাই হাবিল (১৬) কালেঙ্গা বাজারে আমিনুল ডিজিটাল ষ্টোডিও এর সামনে গেলে ঐ ঘটনার জের হিসাবে প্রকাশ্যে জাবেদ-সোহেল-নিজামসহ ১০-১৫জন লোক দেশীয় অস্ত্র, দা, লাঠি ও জিআইপি পাইপ দিয়ে হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করে। স্থানীয় ইউপি সদস্য মুজিবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন- ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে। আজ উভয় পক্ষদ্বয়কে নিয়ে সামাজিক ভাবে বিষয়টি সমাধান করে দিব।
প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল