জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মডেল বাজার নামক স্থানে হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীনের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে ৩ জন নিহত হয়েছে।
এছাড়া আহত হয়েছেন আরো ২জন জন। শেরপুর হাইওয়ে পুলিশ, তাজপুরের ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে সিলেট এস এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেছেন।স্থানীয় সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টা ৫০ মিনিটের সময় সিলেট থেকে ছেড়ে আসা হবিগঞ্জগামী হবিগঞ্জ-সিলেট এক্সপ্রেস বিরতিহীন পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে ধুমরে মুছরে যায়। স্থানীয়রা বলছেন, এসময় বাসটিনিয়ন্ত্রণ হাড়িয়ে পাশ্ববর্তী জমিতে পড়ে গিয়ে নিহতের ঘটনা ঘটে।পারিবারিক সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে এক জন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে নোয়াগাঁও গ্রামের মৃত আছদ্দর আলীর ছোট ছেলে মো.কপিল উদ্দিন নিহত হয়েছে। সে সকালে বাড়ি উদ্যোশে সিলেট থেকে আসছিল। সে মারা যাওয়ার পর অত্র এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকলের মূখে মূখে শোনা যায় কপিল উদ্দিনের নাম। শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমল চন্দ্র ভৌমিক জানান, দ্রতিগতির বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে পড়ে গিয়ে এ দূর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯মার্চ২০১৮/ইকবাল