দ্বীপ জেলা ভোলার কৃতি সন্তান ও আমাদের সকলে প্রিয় Bashir Ahmed এবং Sufia Ahmed দম্পতির একমাত্র কন্যা ফারহানা আক্তার বীনা এর অদ্য ১২ মার্চ ২০১৮ তারিখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বিষয়ে ৪১ তম ব্যাচের মাষ্টার্সের রেজাল্ট প্রকাশ করা হয়েছে। বীনা সর্বোচ্চ নম্বর পেয়ে মাষ্টার্সে প্রথমস্থান অধিকার করিয়াছে।
সে,সি জি পি এ আউট অফ ৪ এ ৪ পেয়েছে। উল্লেখ্য যে, ফারহানা আক্তার বীনা ইতিপূর্বে অনার্সে সর্বোচ্চ নম্বর পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী স্বর্ন পদক পেয়েছে মহান বিজয় দিবসে ভোলা জেলা বোরহানউদ্দি উপজেলা প্রশাসন কতৃক সংবর্ধনা দেয়া হয় বীনা কে, মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল এমপির হাত থেকে বীনার পক্ষ থেকে তার বাবা উক্ত সংবর্ধনা ক্রেষ্ট গ্রহন করে, এই ব্যপারে বশির আহম্মেদ এর ছোট ভাই মাশফিকুর রহমান শাওন এর সাথে আলাপ কালে তিনি বলেন আমরা আনন্দিত ফারহান আক্তার বীনাকে অভিনন্দন। আমরা তার উজ্জল ভবিষ্যৎ কামনা করি,