November 5, 2024, 3:55 am

সংবাদ শিরোনাম
জাতির ভাগ্যে স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ কবে পাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগ জনক বোরহানউদ্দিনে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে প্রায় অর্ধ শতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন নবাবগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা স্বাধীনতা, সার্বভৌম হ্যাঁ ও সাংবিধানকে করা প্রয়োজন বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেন শুভেচ্ছা দিয়ে বরন ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে ইউএনও’র কাছে আবেদন

ভোলা বোরহান উদ্দিন কাচিয়া ইউনিয়নে ফের শুরু হলো ১০ টাকায় চাল বিতরন।

রাকির হোসেন, ভোলা প্রতিনিধি :

সারা বাংলাদেশের সাথে তাল মিলিয়ে শুরু হলো বোরহান উদ্দিন কাচিয়ায় ১০ টাকায় চাল বিতরনের কার্যক্রম, ২০ এ মার্চ মঙ্গলবার সকাল ৯ টা থেকে শুরু হলো সুলভ মূল্যে ১০ টাকা দরে ফের চাল বিতরন। উক্ত চাল বিতরনের পরিদর্শন করেন আলহাজ্ব আঃরব কাজী, চেয়ার ম্যান কাচিয়া ইউনিয়ন ও অন্যান্য নেতা কর্মিরা। ১০ টাকায় চাল বিতরন কর্মসূচি শুরুর পর বিত্তবানদের নামে ১০ টাকা চালের কার্ড বিতরণের অভিযোগের পাশাপাশি নানা অনিয়মে বেশ কয়েকজনের ডিলারশিপ বাতিল করা হয়। সে সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন। মন্ত্রী কামরুল বলেন, “চাল বিতরণ কার্যক্রমে কোনো ধরনের অসাদুপায় বা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।” খাদ্যবান্ধব কর্মসূচিতে বছরে সাড়ে সাত হাজার মেট্রিক টন চাল লাগবে বলে তিনি বলেন, “বর্তমানে সরকারি গুদামে ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার টন চাল এবং তিন লাখ ৮০ টন গম। এ সপ্তাহের মধ্যে রেকর্ড পরিমাণ ১৬ লাখ মেট্রিক টন খাদ্যশস্য মজুদ হয়ে যাবে।” কামরুল জানান, চলতি আমন মৌসুমে ছয় লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ইতোমধ্যে পাঁচ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে, বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে। ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর ১০ টাকা কেজি দরে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২০মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর