January 3, 2025, 4:13 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

২৮ মার্চ থেকে কারাবন্দিরা মোবাইলে কথা বলতে পারবে

প্রাইভেট ডিটেবটিভ ডেস্কঃ

কারাবন্দিরা আগামী ২৮ মার্চ থেকে মোবাইল ফোনের মাধ্যমে তাদের স্বজনদের সঙ্গে কথা বলতে পারবেন। প্রাথমিকভাবে টাঙ্গাইল জেলা কারাগার থেকে এ কর্মসূচি চালু হবে, পরে তা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। রোববার সকালে কারা অধিদপ্তরে কারা সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন। তিনি বলেন, বন্দিদের সঙ্গে স্বজনদের যোগাযোগ একটি বড় সমস্যা। এ সমস্যা লাঘবে মোবাইল ফোনে কথা বলার ব্যবস্থা করা হয়েছে। কারাগারের আধুনিকায়ন ও সংস্কার নিয়ে আইজি প্রিজন বলেন, দেশের বিভিন্ন স্থানে ১১টি নতুন কারাগার নির্মাণের কাজ চলছে। প্রথমবারের মতো কারাগারে বডি স্ক্যানার মেশিন বসানো হচ্ছে। এছাড়া কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে ৩০০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হচ্ছে। আগামী এক বছরের মধ্যে নাজিমুদ্দিন রোডের পুরোনো কারাগারে যেসব স্থাপনা নির্মাণ করার কথা ছিল, সেগুলোর কাজ শুরু হবে। বন্দিদের সেবা ও প্রশিক্ষণের বিষয়ে সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, আসছে গরমকালে বন্দিদের জন্য পর্যাপ্ত ঠান্ডা পানির ব্যবস্থা করা হচ্ছে। জঙ্গি-বন্দিদের রি-র‍্যাডিকালাইজড করার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।প্রসঙ্গত, আগামী মঙ্গলবার কাশিমপুর কারাগারে কারা সপ্তাহ-২০১৮ উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দেশের ৬৮টি কারাগারে সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে কারা সপ্তাহ।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৯মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর