December 28, 2024, 8:55 am

খসড়া চূড়ান্ত, ৩৮ সংসদীয় অাসনে পরিবর্তন আস‌ছে

মোঃ ইকবাল হাসান সরকারঃ

অাগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৬টি জেলার ৩৮টি সংসদীয় অাসনে পরিবর্তন এনে খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)।  বুধবার কমিশন বেলা ১২টায় কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব হেলালুদ্দীন অাহমদ। তিনি বলেন, অাজকেই এই তালিকা বিজ্ঞপ্তি অাকারে প্রকাশ করা হবে। কারো কোনো দাবি অাপত্তি থাকলে ১ এপ্রিল বিকেল ৫টা পর্যন্ত অাবেদন করতে পারবেন। কমিশন দাবি অাপত্তি শেষে ৩০ এপ্রিল সংসদীয় অাসনের  চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বলেও জানান সচিব। জানা গে‌ছে, খসড়া ত‌া‌লিকায় ঢাকার ৫টি, নারায়ণগঞ্জের ২টি, নীলফামারীতে ১টি,  রংপুরে ৩টি, কুড়িগ্রামে ২টি, পাবনায় ২টি, মাগুরায় ২টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ২টি, জামালপুরের ২টি, শরীয়তপুরের ২টি, মৌলভীবাজারেরর ২টি, ব্রাহ্মণবাড়িয়ার ২টি, কুমিল্লার ৪টি, নোয়াখালীর ২টি এবং চট্টগ্রামের ২টি অাসনে পরিবর্তন অানা হয়েছে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৫মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর