December 28, 2024, 8:49 am

কেন্দ্রীয় যুবলীগ সাধারণ সম্পাদকের সাথে উখিয়ার দুই শাহজাহান সাক্ষাৎ

আবছার উদ্দিন শান্ত, উখিয়া, কক্সবাজার।

গত  ১৩ মার্চ ২০১৮ইংতারিখ বাংলাদশে আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক হারুনুর  রশিদের  সাথে সৌজন্য সাক্ষাৎ করছেনে উখিয়া   উপজলো যুবলীগের দুই শাহজাহান। সোমবার রাতে  কেন্দ্রীয় যুবলীগ নেতার বাসায় সাক্ষাৎ করনে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগের সাংগঠনকি সম্পাদক আমির হোসাই গাজী। কেন্দ্রীয়  নেতার কাছে  উখিয়া উপজলো যুবলীগের সহ-সভাপতি মো:শাহ জাহান ও সাংগঠনকি সম্পাদক শাহজাহান সাজু উপজলো  যুবলীগের  বিভিন্ন সমস্যার কথা তুলে ধরনে। কেন্দ্রীয় যুবলীগ নেতা দুই শাহজাহানরে কথা মনযোগ দিয়ে শুনে এবং সমাধানের আশ্বাস  দেন।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩মার্চ২০১৮/ইকবাল

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর