November 11, 2024, 1:37 am

মুক্তি’নবজাতকের নাম মিলল ‘পরিচয়হীনের

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪০ বছর বয়সের মানসিক প্রতিবন্ধীর প্রসবকৃত পিতৃহীন নবজাতকের দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলাম। আর স্বাধীনতার মাসে জন্ম নেয়া নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে ‘মুক্তি’।
এদিকে নবজাতক শিশু ও তার মাকে দেখাশোনার জন্য শাহবাজপুর ইউনিয়নের মুসলিম গ্রামের দুরুল হোদার স্ত্রী মোসা. নাসিমা বেগমকে দায়িত্ব দেয়া হয়েছে। জানাগেছে, বেশকিছুদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীন এক নারীর প্রসব বেদনা উঠলে সোমবার ভোরে ওই এলাকার নাসিমা ও শাসসুর নাহার নামে দুই নারী ঘটনাটি দেখে দ্রুত তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে সকাল ৮টায় ওই প্রতিবন্ধী নারী একটি কন্যা সন্তান প্রসব করে। শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আজিজুল হক সুইট জানিয়েছেন, বুদ্ধিপ্রতিবন্ধী নারী নবজাতক কন্যা সন্তান প্রসব করে। মা ও মেয়ে বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরও জানান, বুদ্ধিপ্রতিবন্ধী নারীর নাম পরিচয় বলতে না পারায় বিষয়টি শিবগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসকে অবহিত করলে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন তিনি এবং নবজাতক ও মায়ের খোঁজখবর নেন। শেষে চিকিৎসা খরচের জন্য নগদ তিন হাজার টাকা প্রদান করেন। পরে বিষয়টি কাঞ্চন কুমার দাস উপজেলা নির্বাহী অফিসার মো. শফিকুল ইসলামকে অবহিত করলে ইউএনও সদ্য ভূমিষ্ট নবজাতক কন্যা শিশুটিকে কোলে তুলে নেন। এছাড়া প্রতিবন্ধী মা ও নবজাতক শিশুটির চিকিৎসার খরচের জন্য নগদ ৫ হাজার টাকা প্রদান করেন। এ বিষয়ে ইউএনও শফিকুল ইসলাম জানান, মানসিক প্রতিবন্ধী নারী ও তার নবজাতকের জন্য আপতত উপজেলার শাহবাজপুর ইউনিয়নের একটি পরিবারকে দায়িত্ব দেয়া হয়েছে। তিনি বুদ্ধিপ্রতিবন্ধী মা ও নবজাতক শিশুটির দায়িত্বভার গ্রহণ করেছেন। তিনি জানান, মা ও শিশুটির জন্য স্থায়ী বসবাসের জন্য ঘর নির্মাণ করে দেয়া হবে। আর স্বাধীনতার মাসে জন্ম নেয়া নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে ‘মুক্তি’।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১৩মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর