রাজধানীর দারুসসালাম এলাকায় ওমর ফারুক (৩০) নামে এক নিরাপত্তাকর্মীকে খুন করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে উত্তর টোলারবাগের একটি বাসা থেকে ওই নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার করে পুলিশ। দারুসসালাম থানার ওসি সেলিমুজ্জামান বলেন, বাসার নিচের গ্যারেজে রাখা একটি মোটরসাইকেল ছিনতাইকারী নিয়ে যাচ্ছে দেখে বাধা দেয় ওমর ফারুক। এ সময় তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।