January 3, 2025, 9:26 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ইবি শিক্ষক সমিতির মানববন্ধন

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:


বিশিষ্ট কথা সাহিত্যিক, বিজ্ঞানী ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সোমবার বেলা ১২টায় অনুষদ ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহর সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে, ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ আবু সিনা, প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান, প্রফেসর ড. মোঃ মাহবুুবুর রহমান, প্রফেসর ড. মোহাম্মদ মামুন, প্রফেসর ড. এম এয়াকুব আলীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে উপস্থিত সকলে হামলায় জড়িতদের যথাযথ বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। তাছাড়া এসব বুদ্ধিজীবিদের উপর হামলার পেছনে মদদ দাতাদের  চিহ্নিত করে তাদের বিরুদ্ধে প্রশাসনকে   আইনী  ব্যবস্থা নেওয়ার আহবান জানায় তারা। এসময় দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে রুখে দাড়াতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী  সকলের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা।

মানববন্ধনের বিশ্ববিদ্যলয়ের ভিসি প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন,“জাফর ইকবাল একজন অহিংস, অসম্ভব দয়ালু এবং অত্যন্ত বিনয়ী । আজ তার উপর হামলার কারণে ৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশ প্রতিবাদে মুখরিত, মাননীয় প্রধানমন্ত্রি বিচলিত হয়েছেন এবং বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবার ও সর্বদা স্বোচ্ছার রয়েছে। এসময় তিনি আরো বলেন- জাফর ইকবাল আস্তিক নাকি নাস্তিক এই প্রশ্ন এখানে অবান্তর। তিনি আস্তিক হোন আর নাস্তিক হোন তাকে হত্যা করার কোনো অধিকার মানুষ সংরক্ষণ করেনা। ইসলাম পরম শান্তির । এ ধরণের হত্যাকান্ডকে ইসলাম সমর্থন করেনা। যারা এ হত্যাকান্ডে লিপ্ত থাকে তাদের কোনো ধর্মের হতে পারেনা।

প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর