প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মেয়ে আলাইনার সঙ্গে বেশ কিছু সময় কাটিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ গণভবনে সাকিব পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেখানেই সাকিব কন্যা প্রধানমন্ত্রীর সাথে খেলা করতে দেখা যায়। সাকিবের স্ত্রী সাকিব উম্মে আল হাসান শিশির তার ফেসবুক পেজে কয়েকটি ছবি পোস্ট দিয়ে লিখেছেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে দারুণ কিছু সময় কাটালো আলাইনা। আসলেই অসাধারণ মাতৃসুলভ ও পরম মমতাময়ী ব্যক্তিত্বের অধিকারী তিনি’।
ছবিতে দেখা যায়, প্রধানমন্ত্রী সকিব কন্যাকে অ্যাকুরিয়ামের পাশে নিয়ে মাছ দেখাচ্ছেন। কোলে নিয়ে গল্প করে আদর করছেন। মোবাইল হাতে নিয়েও দেখাচ্ছেন। বিভিন্ন রংয়ের বল দেখিয়ে আলাইনা তা চিনতে পারছে কি-না তাও পরীক্ষা করেন। এ সময় সাকিব কন্যাকেও বেশ প্রাণোচ্ছ্বল দেখায়।
প্রাইভেট ডিটেকটিভ/৩মার্চ২০১৮/ইকবাল