ফরিদপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ফরিদপুর শহরের শোভারামপুর এলাকায় রাজেন্দ্র কলেজের এক শিক্ষাথীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, গত শুক্রবার সন্ধ্যায় শোভারামপুর এলাকার একটি বাগানে তাকে কুপিয়ে আহত করা হয়। নিহত সোলাইমান মিয়া শিমুল (২৪) কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষে ছাত্র ছিলেন। পরিদর্শক বিপুল বলেন, হামলার খবর পেয়ে পুলিশ গিয়ে আহত শিমুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। তাকে কুপিয়ে জখম করা হয়েছিল। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।