জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের মিলনায়তন গতকাল রবিবার বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয় করন (২য় পর্যায়) প্রকল্প গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
মতবিনিময় সভা সভাপতিত্ব করেন রানীগঞ্জ ইউনিয়নের গ্রাম আদালতের সভাপতি মো. মাহমদ মিয়া পরিচালনা করেন গ্রাম আদালতের সহকারী মো.শরিফুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খান, ইউপি সদস্য মোছা. রুখসানা বেগম,মোছা. আম্বিয়া বেগম, ইউপি সদস্য মো. তেরা মিয়া,সমাজ সেবক মো. আনোয়ার হোসেন, সাংবাদিক মো. গোলাম সারোয়ার,মো.ফখরুল ইসলাম, জুয়েল আহমদ মাহিন, ইউনিয়ন পরিষদের কর্মকর্তা পরিমল দাশ, উদ্ধ্যোগতা সিন্ধু মনি দাশ, সমাজ সেবক বরুন দাশ, মো. আছকির মিয়া, নগেন্দ্র কুমার, মো. দবির মিয়া,আকলুছ মিয়া,আ. সামাদ, মো. মাহমুদুল করিম, মো. কানু মিয়া, বাদশা মিয়া, আব্দুল ওয়াহিদ, মো. ছামির উদ্দিন, কামাল মিয়া লুদু, নাহিদুল ইসলাম নুরুল, মাওলানা আ: মনাঈম, মাওলানা ওয়ারিস উদ্দিন, জামাল মিয়া,আব্দুল ইজাজ, ইউনিয়ন দফাদার মনহর আলী,গ্রাম পুলিশ মো. সাইফুল ইসলাম,রাজিন্দ্র দাশ প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন