November 11, 2025, 5:01 pm

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

বাদল আহমেদ (নবীগঞ্জ)হবিগঞ্জঃ

নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের কুড়িশাইল বেগমপুর গ্রামে নিজের কন্যা সন্তান কে খুন করছেন পিতা,পরে হত্যাকারী বাবা কে আটক করে পুলিশ!!

বিশেষ সোর্স তথ্যের ভিত্তিতে জানা যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়েনের কুড়িশাইল বেগমপুর গ্রামে নিজের কন্যা সন্তান কে কুপিয়ে রক্তাক্ত করে হত্যা করেছে তার-ই জম্মদাতা পিতা,এই হত্যাকাণ্ড নিয়ে নবীগঞ্জ উপজেলা জুড়ে বইছে সমালোচনার ঝড়!!

এই বিষয়ে জানা যায় মতিলাল দাসের মেয়ে নিহত পুর্ণিমা দাস(২৫)সে ছোট বেলা থেকে ছিলো বাবা মায়ের অবাধ্য সন্তান, বাবা,মা-র শাসনকে সে মেনে নিতে পারতো না,সে ছিলো একরোখা ও বদমেজাজ স্বভাবের স্টাইপের মেয়ে,সে নিজের খামখেয়ালি মত চলাফেরা পছন্দ করতো, মা দশমাস পেটে রেখে সন্তান কে বড় করে একদম নিঃস্বার্থ ভাবে,,, বাবারা সন্তাদের মুখে দুইমুঠু ভাত জোগাড় করতে কাটতে হয় গাধার খাটুনি, পরিশেষে বাবা মা-র মান সম্মান নষ্ট করে কনিকের পরিচয়ের একটা মানুষের হাত ধরে যখন চলে যায়, তখন বাবা,মা সহ গোটা পরিবার পরিজনের মান সম্মান, সমাজে নষ্ট হয়ে যায়,,তবুও বাবা,মা-রা সবকিছু ভুলে সেই সন্তান কে বুকে টেনে নেয়,মেনে নেয় তাদের সব আব্দার, এদিকে নিহত পুর্ণিমা দাস, প্রথমে নিজ ইচ্ছায় বিবাহ করে, পরে সেই সংসারে পারিবারিক কলহ বাধে,আর নিহতের পিতা কয়েকবার মেয়ের দোষের জন্য, মেয়ের শ্বশুর বাড়ির লোকদের কাছে ক্ষমা চান!!

এত সব কর্মকাণ্ড করেও কান্ত হয়নি নিহত পুর্ণিমা, সে তার একঘেয়ে স্বভাবে সমসময় অটল, পরে পুনরায় শ্বশুর বাড়ি থেকে চলে আসে সব সম্পর্ক ছিন্ন করে,এই ঘটনার পর মতিলাল দাস মেয়েকে ঘরে তুলে নিতে অস্বীকার করেন,,, পরে আত্নীয় স্বজনদের সুপারিশে ঘরে তুলে নেন!!

পরে ঘরে ফিয়ে আবার নতুন করে শুরু করে তার মনগড়া মত চলাফেরা, তখন আবার পুনরায় পুর্ণিমা দাস কে অন্যতর বিবাহ দেন,সেখানে বিবাহিত সংসারে এক ছেলে এক মেয়ে আছে পুর্নিমা দাসের,কিন্তু তাতেও সে শান্ত নয়,আবার সে জড়িয়ে পরে অবৈধ পরকিয়াআ,আর এসবের কারণে বর্তমান স্বামীর সাথে বাধে কলহ, ঘটনার কিছুদিন আগে, স্বামীর সাথে ঝগড়া বিবাদ সৃষ্টি করে, সেখান থেকেও চলে আসে, পরে আবার তার বাবার ঘর থেকে ছেলে মেয়েদের রেখে অন্য ছেলের হাত ধরে পালিয়ে যায়!!

ঘটনার দিন (২৭অক্টোবর) সে আবার সেই প্রেমিকের সাথে কিছুদিন আনন্দ ফুর্তি করে, পুনরায় তার বাবা ঘরে ফিরে আসে, আর এতে নিহতের পিতা মতিলাল ক্ষিপ্ত হয়ে, মেয়ে বার বার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলার কারণে রাগে অভিমানে আতংকিত হয়ে দা দিয়ে কুপিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন,পরে রক্তাক্ত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন!!

এই বিষয়ে আরও জানা যায় বেগমপুর গ্রামে মতিলাল দাস খুবিই ভদ্র শান্ত প্রকৃতির মানুষ, সবাইর সাথে মিলেমিশে চলাফেরা করতে পছন্দ করেন, গ্রামের সবাই থাকে খুব ভালো জানেন,তবে এলাকাবাসী এই নির্মমতার জন্য মতিলাল কে দোষী বলছেন না,তারা মতিলালের পরিস্থিতিকে দোষ দিচ্ছেন,আর বলছেন এমন কন্যা সন্তান যেনো আর কোনো বাবার মা-র গর্ভে জম্ম না নেয়,পরে নবীগঞ্জ থানার এসআই কৌশিক দাস একদল পুলিশ ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে সুরুতাল রিপোর্ট তৈরি করেন, এবং পিতা মতিলাল কে পুলিশ আটক করে থানায় নিয়ে আসেন, এছাড়া নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)শেখ মোঃ কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন!!

Share Button

     এ জাতীয় আরো খবর