July 17, 2025, 6:35 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

উদীচীর অসমাপ্ত কাউন্সিল সম্পন্ন প্রতিনিধিদের ভোটে বদিউর সভাপতি, অমিত সাধারণ সম্পাদক নির্বাচিত

বায়েজিদ চাষা-ঢাকাঃ

সারাদেশের প্রতিনিধিদের উৎসবমুখর পদচারণা এবং সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে গোপন ব্যালটে ভোটের মাধ্যমে সম্পন্ন হয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ২৩তম জাতীয় সম্মেলনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশন।

২০ জুন শুক্রবার রাজধানীর মতিঝিলে সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপক বদিউর রহমান। এছাড়া, প্রতিনিধিদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে।

জাতীয় সঙ্গীত এবং সংগঠন সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় কাউন্সিল অধিবেশনের কার্যক্রম। এরপর মহান মুক্তিযুদ্ধ, চব্বিশের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন প্রগতিশীল আন্দোলনের শহীদ এবং উদীচীর সাবেক সভাপতি কামাল লোহানীসহ গুণীজনদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর শুরু হয় সাংগঠনিক অধিবেশনের কাজ। নানা পর্ব পেরিয়ে গোপন ব্যালটে নিজেদের মতামত প্রদান করেন সারাদেশের বিভিন্ন জেলা ও শাখা সংসদ থেকে আগত ২৮৫ জন প্রতিনিধি।

দীর্ঘ সময় ভোট গণনার পর কিছু ত্রুটিপূর্ণ ব্যালট পত্র বাতিল হয়। সব ভোট গণনা শেষে দেখা যায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অমিত রঞ্জন দে। এছাড়া, সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সঙ্গীতা ইমাম, ইকবালুল হক খান এবং প্রদীপ ঘোষ। এছাড়া, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছন মামুনুর রশিদ। এছাড়াও, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য হিসেবে ১০ জন এবং কেন্দ্রীয় সংসদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ৫২ জন। মোট ৯১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় সংসদের ৮৭ জনকে এদিন নির্বাচিত করা হয়। বাকি চারজনকে পরবর্তীতে কো-অপ্ট বা অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত ৬, ৭ ও ৮ ফেব্রুয়ারি উদীচীর ২৩তম জাতীয় সম্মেলন আয়োজন করা হয়। তবে, সম্মেলনের সমাপনী দিনে নির্বাচনি অধিবেশনে অগঠনতান্ত্রিক ও অগণতান্ত্রিক উপায়ে একটি কমিটি গঠনের অপচেষ্টা চালানো হয়। এর প্রতিবাদ হিসেবে সম্মেলনস্থলের বাইরে পাল্টা একটি কমিটি গঠন করা হয়। তবে, সারাদেশের প্রতিনিধিরা অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে অংশগ্রহণ করে ওই দুটি কমিটিকেই অবৈধ এবং অগঠনতান্ত্রিক বলে ঘোষণা করেন। তাই, ২০ জুনের অসমাপ্ত কাউন্সিল অধিবেশনে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কমিটিই এই মুহূর্তে উদীচী কেন্দ্রীয় সংসদের বৈধ কমিটি বলে ঘোষণা করেছেন সারাদেশের প্রতিনিধিরা।

কাউন্সিলের শেষ অংশে নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান নবনির্বাচিত কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক বদিউর রহমান। শপথ শেষে সারাদেশের উদীচীর সকল শিল্পী-কর্মীকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে উদীচীর আদর্শিক লড়াই-সংগ্রাম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর