চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামে বিশেষ কৌশলে ইয়াবা পাচারের সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রো মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযুক্তদের নাম জেসমিন আক্তার ও মোহাম্মদ ইসমাইল।
শনিবার দুপুরে নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জেসমিন ও ইসমাইলকে গ্রেফতার করা হয়। পরে তাদের পেটের মধ্যে বিশেষ কায়দায় রাখা ৮ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা