February 15, 2025, 10:26 am

সংবাদ শিরোনাম
সিলেটে অস্ত্র ও বিস্ফোরক আইনে আরেক মামলায় আসামি ৪৭৭ জন বনানী ক্লাবে অনুষ্ঠিত হলো এক ভিন্ন ধরনের আড্ডা বিশ্বজুড়ে বাঙালিয়ানা এবং বাংলা সংস্কৃতির প্রচার ও প্রসার জয়পুরহাট ক্ষেতলালে পুকুর খনন করে মাটি বিক্রির দায়ে জরিমানা সরিষাবাড়ীতে সড়ক দুর্ঘটনা নিহত পরিবারকে প্রশাসনের অনুদান ভোলার তজুমদ্দিনে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে দুই চোরের মৃত্যু গৌরনদীতে ভাইদের দু’গ্রুপের মধ্যে হামলা পাল্টা হামলা মাদক সম্রাজ্ঞী পাপিয়ার সহযোগীর বিরুদ্ধে গাজীপুরে সংবাদ সম্মেলন জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত সাইফুল্লাহ সাইফ শার্শার কায়বায় প্রেমিকের প্ররোচনায় কলেজ ছাত্রীর আত্মহত্যা, ময়নাতদন্ত ছাড়াই দাফন

জামালপুরের আদালতে হাজিরা দিল শিশু আসামি মায়ের কোলে চড়ে

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

মায়ের কোলে চড়ে আরিফ নামে আড়াই বছরের এক শিশুকে আসামি হিসেবে আদালতে হাজিরা দিতে আসার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে জামালপুরের জেলা জজ আদালতে। পরে অবশ্য আদালত মামলার বাদীকে কারাগারে পাঠিয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালে বকসিগঞ্জ উপজেলার নিলক্ষিয়ার পশ্চিম বেপারিপাড়া এলাকার বাসিন্দা মো. আবু হানিফ তার প্রতিবেশী ছোহরাব আলী ও তার স্বজনদের কাছ থেকে ৪ শতাংশ জমি ক্রয় করেছিলেন। ওই জমির দখল বুঝে না পেয়ে তিনি ওই আড়াই বছরের শিশু আরিফ সহ সাত জনকে আসামি করে জজ আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
আরও জানা যায়, ওই মামলার প্রাপ্ত বয়স্ক ৬ আসামি এবং আড়াই বছরের শিশু আরিফকে কোলে নিয়ে তার বিধবা মা রবিরন গত ১৯ ফ্রেরুয়ারী জামিনের প্রার্থনায় আদালতের এজলাসে হাজির হন। এ সময় আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. ওয়াহিদুজ্জামান ৬ জন আসামি দেখে আরেকজন আসামি কোথায় জানতে চাইলে এজলাসে উপস্থিত বিধবা রবিরন তার কোলের আড়াই বছরের শিশু আরিফকে দেখিয়ে বলেন এই শিশুটিই মামলার ৭ নম্বর আসামি। আসামি পক্ষের আইনজীবীরাও আদালতকে বিষয়টি অবহিত করেন। এ সময় বিচারক মো. ওয়াহিদুজ্জামান বিস্ময় প্রকাশ করে মামলার বাদী মো. আবু হানিফের বিরুদ্ধে আটকাদেশ জারি করেন। একই সাথে শিশু আরিফকে তার মায়ের হেফাজতে দিয়ে অবশিষ্ট ৬ আসামির জামিন প্রদান করেন। পুলিশ মামলার বাদী আব্দুল হানিফকে তাৎক্ষণিক গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছেন।
উল্লেখ্য, মামলার আরজিতে ৭ নম্বর আসামি আরিফের নামের পাশে বয়স উল্লেখ ছিল না।
প্রাইভেট ডিটেকটিভ২৪.০২.২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর