January 28, 2025, 1:48 am

সংবাদ শিরোনাম
মৌলভীবাজারে নবগঠিত সদর ও পৌর বিএনপির আহবায়ক কমিটির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ২০ বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত শাহ এএমএস কিবরিয়া হত্যাকান্ডের বিচার হয়নি ভবানীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন রিয়াজ এর বিরুদ্ধে সংবাদ সন্মেলন শিবচরে বালুবাহী ট্রাকের চাপায় শিশুর মৃত্যু লক্ষ্মীপুরে জেলা সাংবাদিক ফোরামের পূর্ণাঙ্গ কমিটি গঠন শিবচরে জমি সংক্রান্ত বিরোধে সাংবাদিকের বসতবাড়ি ভাঙচুর পবিত্র শবে মেরাজ আজ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও অন্তত ১০ বর্ণিল আয়োজনে ফুলবাড়ীবাসীর মিলন মেলা অনুষ্ঠিত নীলফামারীতে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

গাইবান্ধার সাদুল্লাপুরে দরবার শরীফের আড়ালে ভণ্ড পীরের অপতৎপরতা বন্ধে প্রশাসনের অভিযান

মাসুম পারভেজ সংবাদদাতা সাদুল্লাপুর গাইবান্ধাঃ

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের কথিত দরবার শরীফে চলা ভণ্ড পীর জুলফিকুর রহমান বিপ্লবের প্রতারণার আস্তানায় অভিযান চালিয়েছে প্রশাসন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগের প্রতিফলন ঘটেছে।

জানা যায়, কথিত পীর জুলফিকুর রহমান বিপ্লব দীর্ঘ কয়েক বছর ধরে তার নিজ বাড়িতে সাজানো-গোছানো দরবার শরীফে চিকিৎসার নামে প্রতারণা চালিয়ে আসছিলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো সহজ-সরল নারী-পুরুষ সেখানে চিকিৎসার আশায় এসে প্রতারিত হতেন। বিপ্লবের দালাল চক্রের অপপ্রচারের মাধ্যমে প্রতিদিনই নতুন ভুক্তভোগীরা সেখানে আসতেন।

অভিযানের খবর পেয়ে অভিযুক্ত পীর আগেই পালিয়ে যান। তবে অভিযানকালে প্রশাসন দরবার শরীফের বিভিন্ন সরঞ্জাম, পতাকা ও প্রতারণার কাজে ব্যবহৃত সামগ্রী খুলে ফেলে।

অভিযান পরিচালনার পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ওই ভণ্ড পীর এবং তার দালাল চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অন্যদিকে, প্রশাসন জানিয়েছে, অভিযানের মাধ্যমে প্রতারণার এই চক্রের কার্যক্রম বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে। পলাতক ভণ্ড পীর ও তার সহযোগীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এলাকাবাসীর মতে, এই অভিযান শুধু প্রতারণার বিরুদ্ধে নয়, বরং অপচিকিৎসার মাধ্যমে মানুষের সঙ্গে চলা নির্মম প্রতারণা বন্ধের একটি সাহসী পদক্ষেপ। তারা আশা করছেন, প্রশাসনের এই অভিযান অন্য প্রতারকদের জন্যও একটি দৃষ্টান্ত স্থাপন করবে।

মাসুম পারভেজ
সাদুল্লাপুর, গাইবান্ধা।

Share Button

     এ জাতীয় আরো খবর