সিলেট ক্রাইম রিপোর্টার ফয়সাল মাহবুব :
মহানগর গোয়েন্দা বিভাগের ইয়াংকি-০১, ইয়াংকি-০২ গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫/০১/২০২৫ ইং অনুমান ১৬.১০ ঘটিকায় এসএমপি কোতোয়ালী মডেল থানা আওতাধীন পশ্চিম কাজল শাহ কালভার্ট সংলগ্ন ন্যাশনাল রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশন নামক দোকানের পাশে টিনের ঘরের ভিতর অভিযান পরিচালনা করে আসামি ১। তানিম আহমদ (৩৩), পিতা -লাভলু আহমদ, সাং-৩৫ সোনার বাংলা, পশ্চিম কাজল শাহ, থানা -কোতোয়ালী, সিলেট, ২। পারভেজ আহমদ (২৪),পিতা -মৃত ফারুক মিয়া,গ্রাম -৬২ সিটি হাউজিং বাগবাড়ি এতিম স্কুল রোড, থানা -কোতোয়ালী, সিলেট, ৩। দুলু চন্দ্র দেব (৪৮),পিতা -জনার্দন দেব, সাং-সাধুহাটি, থানা ও জেলা-মৌলভীবাজার, বর্তমান সাং-নিউ ন্যাশন স্কুল এর বিপরীতে সাখাওয়াত সাহেবের বাসার ভাড়াটিয়া, থানা -কোতোয়ালী,
আসামিদের গ্রেফতার করা হয়।
তাৎক্ষণিক সময় ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার বিভিন্ন সংখ্যা লিখা ০৪(চার)টি কাগজ এবং জুয়া খেলায় ব্যবহৃত সর্বমোট ২৭০/- টাকা উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত ঘটনার বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।