মোঃ মাসুম পারভেজ (প্রতিনিধি) সাদুল্লাপুর, গাইবান্ধাঃ
গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ও গাইবান্ধা-৩ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক বলেছেন, তারেক রহমানের অঙ্গীকার হিসেবে নিরাপদ বাংলাদেশ গড়তে বিভিন্ন উন্নয়নের পাশাপাশি কৃষিখাতে উন্নয়নের ব্যাপক পরিকল্পনা রয়েছে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে বিএনপি ও ধানের শীষ প্রতীকের সঙ্গে থাকতে হবে। তবেই মানুষের মৌলিক মর্যাদা বাড়বে।
সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় সাদুল্লাপুরের দামোদরপুর ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। স্থানীয় কৃষক-কৃষাণী ও নেতাকর্মীদের উদ্দেশে ডা. মইনুল হাসান সাদিক আরও বলেন, বিএনপি বাংলাদেশের মানুষকে বার বার বিভিন্ন সংকট থেকে উদ্ধার করেছে। আমরা সেই দলের সঙ্গে থাকব।
তারেক রহমানের সঙ্গে থাকব।বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠিকে সংগঠিত করার লক্ষে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে স্থানীয় কান্তনগর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতি করেন দামোদরপুর ইউনিয়ন কৃষক দলের প্রস্তাবিত সভাপতি আবুল কাশেম।এসময় বক্তব্য দেন, বাংলাদেশ কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হাসান, জেলা কৃষক দলের আহবায়ক মোস্তাক আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক ছামছুল হাসান ছামছুল, সদস্য সচিব আব্দস ছালাম মিয়া, যুগ্ম আহবায়ক মোস্তফা রহমান, আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন, জেলা যুব দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্রু, সাদুল্লাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক শফিউজ্জামান শেখ, সদস্য সচিব শফিকুল ইসলাম শফিকসহ আরও অনেকে।