June 30, 2024, 12:15 pm

সংবাদ শিরোনাম
চিলমারীতে আবারও শিক্ষক জিয়াউর রহমানের বিরুদ্ধে ছাত্রী যৌন হয়রানির অভিযোগ দুর্নীতিরোধে দুর্নীতিবাজদের তালিকা প্রণয়ন এবং কমপক্ষে যাবজ্জীবন শাস্তির দাবিতে বেনজীর-মতিউর-এর কুশপুত্তুলিকা দাহ কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর মোবাইল যুগে প্রবেশের জন্য বাণিজ্যিক ফাইভজি অ্যাডভান্সের ওপর হুয়াওয়ের গুরুত্বারোপ পটুয়াখালীতে ২৬ হাজার ৮ শত ৮০ পিচ ক্যান নিষিদ্ধ বিয়ার সহ আটক-৩ রংপুর বিভাগের সমবায় কর্মকর্তা ও সমবায়ী কর্তাদের নৈরাজ্যে কোটি কোটি টাকা লোপাট-দিশেহারা সাধারণ সমবায়ী গোয়াইনঘাটে হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশনের ঢেউটিন বিতরণ কুড়িগ্রামের ভুরুমারীতে ভিনদেশী রঙের দুই সন্তানকে নিয়ে দুঃশ্চিন্তায় বাবা মা নরসিংদীর চাঞ্চল্যকর কান্তা হত্যার পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মামুনকে গ্রেফতার করলো রৌমারী থানা পুলিশ পটুয়াখালীতে ১ হাজার ২’শত কৃষকের মাঝে বিনামূল্যে ৬ হাজার নারিকেল চারা বিতরন সান্তাহার পৌরসভার ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট ঘোষণা

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ফলাফল স্থগিত করে বদরগঞ্জ ভাইস চেয়ারম্যান প্রার্থী কলস প্রতীকের সংবাদ সম্মেলন

রুস্তম আলী: ১৩ জুন/২৪ বিকেল ৪টায় প্রেসক্লাব, রংপুর মিলনায়তনে ৬ষ্ঠ উপজেলা নির্বাচন ২০২৪-এর বদরগঞ্জ উপজেলার ৪র্থ ধাপের মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী (কলস প্রতীক) মোছা: আফরোজা বেগম ভোটের ফলাফল-এ সন্তুষ্ট না হয়ে পুন:গণনা ও উক্ত পদের গেজেট স্থগিত করার জন্য সংবাদ সম্মেলন করেন।
প্রার্থীর অভিযোগ ভাইস চেয়ারম্যান প্রার্থীর ১২৬৮৯ ভোট সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাউকে বাতিলের সুনির্দিষ্ট কারণ না জানিয়ে বাতিল ঘোষণা করেন। তিনি বলেন, চেয়ারম্যানের ২০০০ ভোট বাতিল হয়েছে কিন্তু ভাইস চেয়ারম্যানের ১২৬৮৯ ভোট বাতিলের কারণ ভোটারগণ কোনমতে মেনে নিতে পারছেন না, ফলে প্রতিটি ভোট কেন্দ্রে ভোটার ও প্রার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। প্রার্থীর বক্তব্য, তার উপজেলায় ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়ন রয়েছে। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১০৩টি। প্রার্থীর অভিযোগ ভোটের পূর্ব রাতে ফুটবল প্রতীক ভোটারদের টাকা বিতরণ করেছেন, সাথে সাথে আমার ভোটারদের হুমকীও দিয়েছেন, তাকে ভোট না দিলে এলাকা ছাড়া করবেন। তার এজেন্টদের ভোট কেন্দ্রে ঢুকতে দেননি, বিষয়টি কর্তৃপক্ষের গোচরে আনলেও কোন প্রকার সুফল মিলেনি। ভোট গণনার সময় আমার পুলিং এজেন্টদের ঢুকতে দেননি, দু’চারজন পুলিং এজেন্ট ঢুকলেও তাদের বের করে দিয়ে ভোট গণনা করেছেন। তিনি বলেন, ফলাফল প্রকাশ করার সময় উপজেলা চত্ত¡রে কয়েকটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করার পর ফলাফল ঘোষণা বন্ধ করে দেওয়া হয়। তিনি রিটানির্ং কর্মকর্তাকে বললে তিনি তাকে ও সাধারণ জনগণকে বলেন, সার্ভারের সমস্যা হচ্ছে। কিন্তু চেয়ারম্যানের সবকিছুই দেখা যাচ্ছে শুধু ভাইস চেয়ারম্যানদের দেখা যাচ্ছে না। এ অবস্থায় প্রায় ১ ঘন্টা পর ফলাফল ঘোষণা করা হয়, সেখানে দেখা যায় যে, আমার প্রতিদ্ব›দ্বী প্রার্থী যে ১ম হয়েছে তিনি ৩৬৭৭৫ ভোট ও আমি পেয়েছি ৩৪৯১৪ ভোট অপর জন পেয়েছেন ২৫০৪১ ভোট। তিনি এই ভোটের পুন:গণনা করে সঠিক তথ্য না দেয়া পর্যন্ত উক্ত গেজেট স্থগিত করার আহŸান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনারগণ, অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সিনিয়র জেলা নির্বাচন অফিসার, রংপুর, রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, রংপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাচন অফিসার, বদরগঞ্জ কে আবেদন আকারে জানিয়েছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর