January 3, 2025, 2:46 pm

সংবাদ শিরোনাম
হবিগঞ্জের দৈনিক সময় পত্রিকার সম্পাদক সহ ২ জনের বিরুদ্ধে ৫০ লক্ষ টাকার মানহানীর আদালতে মামলা সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট

হাসপাতাল গেটে ঔষধ না মেলায় জরুরী বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত

ওদের বোবা কান্না শোনার কেউ নেই

আরিফ সুমন, কলাপাড়া প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর নীচে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অবৈধ স্থাপনা অপসারনে উপজেলা প্রশাসনের ৪৮ ঘন্টার আলটিমেটামে এমন বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এদের মধ্যে হতদরিদ্র কয়েকজনের অবস্থা এমন যে স্থাপনার ভগ্নাংশ অপসারন দূরের কথা পরিবার পরিজন নিয়ে দু’মুঠো ভাত মুখে দেয়ার সক্ষমতাও হারিয়েছেন।
জানা যায়, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু চালু হওয়ার পর শেখ কামাল সেতুর নীচে স্থাপনা তুলে বেশ কিছু ঔষধ ব্যবসায়ীর পাশাপাশি চা, পান, সিগারেটসহ খাবার হোটেল ও লন্ড্রীর ব্যবসা চালিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। শুরু থেকেই এনিয়ে গনমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল নীূরব। কিন্তু ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনায় ২০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, শেখ কামাল সেতু ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশনের ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্থ হওয়ার পর টনক নড়ে সওজসহ প্রশাসনের। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য কোন রকম সহায়তা ছাড়াই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্থাপনাসহ সরে যেতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয়ায় ছোট দোকানীদের বোবা কান্না শোনার এখন আর কেউ নেই।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানের অধিকাংশই ছিল ঔষধের দোকান। হাসপাতাল গেটের কাছাকাছি এসব দোকান পুড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ছুটতে হচ্ছে বাজারে। আবার হাসপাতালমুখী এসব ফার্মেসীতে যেসব জরুরী মেডিসিন রাখত সেসব রাখছেনা বাজারের ফার্মেসীতে। ফলে জরুরী বিভাগে চিকিৎসা নিতে এসে পড়ছে বিড়াম্বনাসহ ঝামেলায়। একথার সত্যতাও জানালেন জরুরী বিভাগের কয়েকজন চিকিৎসা সহকারী।

Share Button

     এ জাতীয় আরো খবর