November 16, 2025, 9:33 pm

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

হাসপাতাল গেটে ঔষধ না মেলায় জরুরী বিভাগের চিকিৎসা সেবা ব্যাহত

ওদের বোবা কান্না শোনার কেউ নেই

আরিফ সুমন, কলাপাড়া প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতুর নীচে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। অবৈধ স্থাপনা অপসারনে উপজেলা প্রশাসনের ৪৮ ঘন্টার আলটিমেটামে এমন বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা। এদের মধ্যে হতদরিদ্র কয়েকজনের অবস্থা এমন যে স্থাপনার ভগ্নাংশ অপসারন দূরের কথা পরিবার পরিজন নিয়ে দু’মুঠো ভাত মুখে দেয়ার সক্ষমতাও হারিয়েছেন।
জানা যায়, কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের শেখ কামাল সেতু চালু হওয়ার পর শেখ কামাল সেতুর নীচে স্থাপনা তুলে বেশ কিছু ঔষধ ব্যবসায়ীর পাশাপাশি চা, পান, সিগারেটসহ খাবার হোটেল ও লন্ড্রীর ব্যবসা চালিয়ে সংসার পরিচালনা করে আসছিলেন। শুরু থেকেই এনিয়ে গনমাধ্যমে একাধিকবার প্রতিবেদন প্রকাশ পেলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ছিল নীূরব। কিন্তু ১৬ই ফেব্রুয়ারী শুক্রবার দুপুরে অগ্নিকান্ডের ঘটনায় ২০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত, শেখ কামাল সেতু ও সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং ষ্টেশনের ইন্টারনেট কেবল ক্ষতিগ্রস্থ হওয়ার পর টনক নড়ে সওজসহ প্রশাসনের। অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থদের জন্য কোন রকম সহায়তা ছাড়াই ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের স্থাপনাসহ সরে যেতে ৪৮ ঘন্টার আলটিমেটাম দেয়ায় ছোট দোকানীদের বোবা কান্না শোনার এখন আর কেউ নেই।
এদিকে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকানের অধিকাংশই ছিল ঔষধের দোকান। হাসপাতাল গেটের কাছাকাছি এসব দোকান পুড়ে যাওয়ায় চরম ভোগান্তিতে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। জরুরী বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীদের ছুটতে হচ্ছে বাজারে। আবার হাসপাতালমুখী এসব ফার্মেসীতে যেসব জরুরী মেডিসিন রাখত সেসব রাখছেনা বাজারের ফার্মেসীতে। ফলে জরুরী বিভাগে চিকিৎসা নিতে এসে পড়ছে বিড়াম্বনাসহ ঝামেলায়। একথার সত্যতাও জানালেন জরুরী বিভাগের কয়েকজন চিকিৎসা সহকারী।

Share Button

     এ জাতীয় আরো খবর