April 27, 2025, 6:39 pm

সংবাদ শিরোনাম
নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা যশোরে আওয়ামী লীগের হঠাৎ ঝটিকা মিছিল

দুই বাংলার ভাষা উৎসব নিয়ে চলছে জোর প্রস্তুতি

বেনাপোল থেকে এনামুল হক:


বেনাপোল সীমান্তে এবারও দুই বাংলার মোহনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মিলিত হবেন হাজার-হাজার ভাষাপ্রেমীরা। আয়োজনকে ঘিরে সীমান্তে এখন সাজ সাজ রব। অনুষ্ঠানের আয়োজক বেনাপোল পৌরসভা ও ভারতের বঁনগা পৌরসভা। ভাষা উৎসবের ইভেন্ট অর্গানাইজার হিসাবে কাজ করছেন কাঠ পেন্সিলের কার্যনির্বাহী পরিচালক আব্দুস ছালাম সময়।

পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেন, জাঁকজমকভাবে অনুষ্ঠান সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। দল-মত নির্বিশেষে সব গুণীজনদের আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া আমন্ত্রিত অতিথিদের নিশ্চিদ্র নিরাপত্তা থাকছে বলেও জানান মেয়র।

২১শে ফ্রেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে দিনভর দুই বাংলার আমন্ত্রিত শিল্পীদের উপস্থিতিতে দেশত্ববোধক গানসহ বিভিন্ন আয়োজন থাকছে।  এপার বাংলার আমন্ত্রিত অতিথি হিসেবে থাকছেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য পীযুষ কান্তি ভট্টাচার্য, যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী, জেলা প্রশাসক আশরাফ উদ্দিন, ৪৯-ব্যাটালিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক ও জেলা পুলিশ সুপার আনিসুর রহমান (বিপিএম, পিপিএম)।

ভারতের পক্ষে থাকবেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ মন্ত্রী শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক, বঁনগা লোকসভার সংসদ সদস্য শ্রীমত্য মমতা ঠাকুর, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সভাধিপতি রেহেনা খাতুন ও শ্রী কৃষ্ণ গোপাল ব্যানার্জী, বঁনগা (দক্ষিণ) বিধানসভা বিধায়ক শ্রী সুরজিৎ বিশ্বাস ও (উত্তর) শ্রী বিশ্বজিৎ দাস, প্রাক্তন বিধায়ক ও  জেলা আঞ্চলিক পরিবহন  দপ্তরের সদস্য শ্রী গোপাল শেঠ, পশ্চিম বাংলার বিশিষ্ট কবি ও লেখক শ্রীর্ষেন্দু মুখোপাধ্যায় ও সঞ্জীব চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী অনুপম রায়, অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়, সংগীত শিল্পী কিরণ চন্দ্র রায় ও ফতেমাতুজ্জোহোরা।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর