June 17, 2025, 10:32 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

পঞ্চগড়ে এক মামলায় অহেতুক নাম সংযুক্ত করায় এস,আই এর বিরুদ্ধে র্উদ্ধর্তন কর্তৃপক্ষের নিকট অভিযোগ পত্র দাখিল

পঞ্চগড় জেলা প্রতিনিধি:

জেসিও নং ৮১৭০ সুবেদার মো: খাইরুল আলম ৫৬ বডারর্গাড ব্যাটলিয়ান সি কোম্পানী বকশিগঞ্জ সীমান্ত ফাড়িতে গ্রেপ্তারকৃত জহিরুল ইসলাম, পিতা- বসিরুল আলম, সাং- বকশি পাড়া, জিয়ারুল ইসলাম, পিতা- তোফাজ্জল হোসেন, সাং- হাকিমপুর, উভয়ের থানা- তেঁতুলিয়া, জেলা- পঞ্চগড় এর নিকট ভারতীয় বাই সাইকেল ও অন্যান্য মালামাল প্রাপ্ত হয়ে উক্ত আসামী সহ অজ্ঞাত নামা ৪/৫ জনের বিরুদ্ধে বোদা থানায় গত ১/০২/২০১৭ইং তারিখে এজাহার দায়ের করলে এই সংক্রান্ত বোদা থানার মামলা নং-১ তারিখ ১/২/২০১৭ইং ধারা ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি/বি রুজু হয়। মামলা রুজুর পর এস আই আজিজুল হক উল্লেখিত মামলার তদন্তকারী অফিসার হিসেবে নিযুক্ত হয়ে কাহারো দ্বারা প্ররোচিত হয়ে উৎকোষ  গ্রহন পূর্বক উক্ত মামলায় অন্যায়ভাবে অহেতুক নাম সংযুক্ত করে বোদা থানায় অভিযোগ পত্র দাখিল করেন। যাহার অভিযোগ পত্র নং ৫৩ তারিখ ১৯/৪/২০১৭ইং। সম্পূর্ন অন্যায়ভাবে মামলার অজ্ঞাত সারে নাম সংযুক্ত করে পলাতক আসামী হিসেবে অভিযোগ পত্র দাখিল করেছে। অভিযোগকারী মো: সোলেমান আলী, পিতা- সপিজ উদ্দিন, গ্রাম- ছলিয়া পাড়া, সেকেরহাট ডাকঘর- হাড়িভাষা, উপজেলা ও জেলা পঞ্চগড়। বর্তমানে অভিযোগকারী পঞ্চগড় চিনিকলে পিসি অফিসার হিসেবে কর্মরত রয়েছেন। তিনি সরাষ্ট্র মন্ত্রনালয় সহ সংশ্লিষ্ট/কর্তৃপক্ষের নিকট ন্যায় বিচারের স্বার্থে উল্লেখিত মামলার পূরনায় তদন্তের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর