-
- অপরাধ, আঞ্চলিক সংবাদ
- সারিয়াকান্দিতে মেলায় জুয়া খেলায় ৩ জুয়াড় গ্রেফতার করেছে পুরিশ
- আপডেট সময় January, 15, 2023, 3:17 pm
- 191 বার পড়া হয়েছে
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ সারিয়াকান্দিতে ১২,১৩ ও ১৪ জানুয়ারী তিনদিন ব্যাপী ঐতিহ্যবাহী আমতলী সুখদহ মেলায় জুয়া খেলার সময় ৩ জুয়াড়–কে গ্রেফতার করেছে থানা পুলিশ । গত শনিবার দিবাগত রাতে মেলায় বালা দিয়ে জুয়া খেলার সময় পুলিশ তাদের হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে । এসময় সেখান থেকে জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো আমতলী গ্রামের উত্তর পাড়ার লিচু সাকিদারের ছেলে লিমন সাকিদার (২৫),মৃত আব্দুস সাত্তার মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (৪০),আমতলী গ্রামের দক্ষিণ পাড়ার মৃত নজির আকন্দের ছেলে আশিদুল আকন্দ (৪২) । এব্যাপারে সুখদহ মেলা কমিটির সভাপতি, সারিয়াকান্দি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও ফুলবাড়ী গমির উদ্দিন স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোকছেদুল আলমের নিকট সাংবাদিকরা জানতে চাইলে তিনি এবিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি । সারিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী বলেন,সুখদহ মেলায় জুলা খেলার সময় ৩ জন জুয়াডুকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতদের রবিবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে ।
এ জাতীয় আরো খবর