January 16, 2025, 7:52 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রির করায় ৯ জনের জরিমানা

নজির আহম্মদ, লক্ষ্মীপুরঃ  লক্ষ্মীপুর সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নে ফসলি জমির মাটি ইটভাটায় বিক্রি করার দায়ে ৯ জনকে আটক করা হয়েছে। এসময় ভ্রাম্যমান আদালত বসিয়ে জন প্রতি ২ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। আজ মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় মাইচ্ছার মাঠ নামক স্থানে আইনশৃঙ্খলা সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মকবুল হোসেন।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলা যাদিয়া এলাকার আবু তাহেরের ছেলে মোঃ সজিব, মমিন উল্যার ছেলে মোঃ সোহেল, নুর মোহাম্মদের ছেলে আলমগীর হোসেন, বাঙ্গাখাঁ গ্রামের নুরুল আমিনের ছেলে হেলাল উদ্দিন, আবদুল মান্নান ছেলে রিজন, নুর নবীর ছেলে মোঃ বেল্লাল হোসেন, আটিয়াতলি গ্রামের জামাল উদ্দিনের ছেলে সুমন, বেগমগঞ্জ পন্ডিতপুরের আমিনুল্লার ছেলে বাদশা, আনন্তপুরের আবদুল ওহাবের ছেলে রাজু। এছাড়াও প্রত্যেকের কাছ থেকে মুসলেকা নেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রট মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে সদর উপজেলার বাঙ্গাখাঁ ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রভাব খাটিয়ে কৃষকদের জমি থেকে মাটি কেটে ইটভাটায় বিক্রি করে আসছে একটি চক্র। এমন সংবাদে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইউনিয়নের মাইচ্ছার মাঠ এলাকায় ফসলি জমি থেকে মাটি কাটার সাথে জড়িত থাকায় অবস্থায় ৯জনকে আটক করা হয়। তাদের প্রত্যেকে ২ হাজার টাকা হারে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। কৃষকদের কৃষি জমি রক্ষায় এমন অভিযান অব্যহত থাকবে বলে জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর