খায়রুল আলম সুমন :– বিশ্বের কোনো দেশেই বৎসরের ১ম দিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির নেই বলে মন্তব্য করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলী। রোববার নতুন বছরের ১ম দিন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিমান প্রতিমন্ত্রী তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই বৎসরের ১ম দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই। এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম। ১ জানুয়ারি ২০২৩ইং রোববার সকাল ১০ টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসবের সূচনা করেন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো৷: মাহবুব আলী (এমপি)।