December 22, 2024, 6:47 pm

সংবাদ শিরোনাম
পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম আপনারা শান্তিতে থাকুন আমরা চাই,আমাদেরকেও আপনারা শান্তিতে থাকতে দিন- ডা. শফিকুর রহমান যশোরে গাছের সাথে বাসের ধাক্কায় নিহত ১ পার্বতীপুরে ঘোড় দৌড় প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত বাংলাভিশন ডিজিটালের নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে নাবিলের অপপ্রচারের প্রতিবাদ হিলিতে বিজিবি দিবসে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির কুড়িগ্রামের ফুলবাড়িতে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার পটুয়াখালীতে বাড়ির সীমানা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬ গভীর রাতে আশ্রায়ন প্রকল্পের শীতার্তদের পাশে হাকিমপুরের ইউএনও অমিত রায়

বৎসরের ১ম দিনে বই উৎসবের নজির বিশ্বের কোনো দেশে নেই : বিমান প্রতিমন্ত্রী

খায়রুল আলম সুমন :– বিশ্বের কোনো দেশেই বৎসরের ১ম দিন ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেয়ার নজির নেই বলে মন্তব্য করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো: মাহবুব আলী। রোববার নতুন বছরের ১ম দিন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বিমান প্রতিমন্ত্রী তিনি বলেন, বিশ্বের কোনো দেশেই বৎসরের ১ম দিনে সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে পাঠ্যপুস্তক বিতরণ উৎসবের আয়োজনের নজির নেই। এই নজিরবিহীন কাজটি বাংলাদেশে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উন্নয়নের রূপকার জননেত্রী শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। স্বপ্নের মেট্রোরেলের যুগে প্রবেশ করেছি প্রধানমন্ত্রীর নেতৃত্বে। সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে প্রধানমন্ত্রীর উন্নয়ন কার্যক্রম। ১ জানুয়ারি ২০২৩ইং রোববার সকাল ১০ টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত পাঠ্যপুস্তক বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উৎসবের সূচনা করেন করেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মো৷: মাহবুব আলী (এমপি)।

উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর-চুনারুঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিদ্দিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব মোছাব্বির হোসেন বেলাল প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর