January 3, 2025, 3:55 am

সংবাদ শিরোনাম
সেনাপ্রধান খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস পালন কুড়িগ্রামে সূর্যের দেখা নেই দুদিন, বৃষ্টির মতো পড়ছে কুয়াশা লামায় তিনদিন পর নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার চিলমারীতে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত বামনায় নতুন বছরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ জ্ঞানভিত্তিক আধুনিক রাষ্ট্র গঠনে বিএনপি’র ৩১ দফার বিকল্প নেই -ব্যারিস্টার জামান গাইবান্ধার সাদুল্লাপুরে শীতের প্রকোপে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ শিবচরে বিআরবি ক্যাবল বিক্রয় কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি ; প্রায় ৪০ লক্ষ টাকার মালামাল লুট বনার্ঢ্য আয়োজনে নীলফামারীতে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী

প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ, ভিডিও ধারণ

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ

ছবিঃ প্রতীকী

 

চুয়াডাঙ্গার জীবননগরে প্রেমের ফাঁদে ফেলে এক এসএসসি পরীক্ষার্থীকে গণধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগ উঠেছে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে। পরে এলাকাবাসী আরিফুল ইসলাম আরিফ (২৭) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে।

গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনায় ওই পরীক্ষার্থী বাদী হয়ে জীবননগর থানায় তিনজনের নামে মামলা দায়ের করে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান  এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আটক আরিফুল ইসলাম জীবননগর উপজেলার আলীপুর গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে।

নির্যাতিতা ছাত্রী জানায়, গত রবিবার পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় আরিফ মোবাইলে ফোন করে দেখা করতে বলে। পরে দিনভর বিভিন্ন স্থানে ঘোরাঘুরি পর তাকে উপজেলার খয়েরহুদা গ্রামের একটি ভুট্টা খেতে নিয়ে ধর্ষণ করে। এরপর আরিফের দুই বন্ধু জুয়েল ও সিরাজুল জোরপূর্বক তাকে ধর্ষণ করে। এ সময় ধর্ষণের ভিডিও ধারণ করে আরিফ। পরে তার কাছে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় তারা।

এ ঘটনার দুইদিন পর মঙ্গলবার সন্ধ্যায় আরিফ স্বর্ণালঙ্কার ফেরত দেওয়ার কথা বলে আবারো আমার মেয়েকে দেখা করতে বলে। তার কথা মতো ওই ছাত্রী উপজেলার লক্ষ্মীপুর গ্রামের একটি ব্রিজের কাছে অবস্থান নিলে সেখানে আরিফ এলে স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর