সুনামগঞ্জ প্রতিনিধিঃ
পূর্ব শত্রুতার জের ধরে সুনামগঞ্জের জামালগঞ্জে এক কৃষকের ধানি জমি গর্ত
করে নষ্ট করে দেয়ার অভিযোগ ওঠেছে সেরমস্তপুর গ্রামের প্রভাবশালীদের
বিরোদ্ধে এঘটনায় কৃষকের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে মঞ্জুর আলী, শাহ আলম,
মঈনুদ্দিন,জসিম উদ্দিন,মুসলিম উদ্দিনসহ সেরমস্তপুর গ্রামের ১১ জনের নাম
উল্লেখ করে ও অজ্ঞাত ৭০ জনকে আসামি করে জামালগঞ্জ থানায় একটি অভিযোগ
দায়ের করেছেন। অভিযোগ সুত্রে জানাযায়, সাচনা বাজার এলাকার কৃষক আব্দুল
মতলিব ক্রয়সুত্রে সেরমস্তপুর মৌজায় ৭ বিঘা জমি ক্রয় করে ধান চাষ করে
আসছেন দীর্ঘদিন যাবত। কয়েক বছর ধরে সেরমস্তপুর গ্রামের প্রভাবশালী একটি
চক্র জমিটি অন্যায় ভাবে দখল করার চেষ্টা চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায়
১৭ ডিসেম্বর সকালে ১৭ ডিসেম্বর সকালে সেরমস্তপুর গ্রামের কয়েকজন
প্রভাবশালী নেতৃত্বে গ্রামের কিছু সংখ্যক মানুষ কৃষি জমিতে গাছের চারা
লাগানোর জন্য অবৈধ ভাবে শতশত গভীর গর্ত করেন। এতে জমিনটি ধান চাষের
অনুপোযোগী হয়ে পড়ে। প্রভাবশালীদের নেতৃত্বে কয়েশ গর্ত করে জমি চাষাবাদের
অনুপোযোগি করা হয়। কৃষক মতলিব মিয়া বলেন, জোর পূর্বক তার ধানি জমিতে
গর্ত করে জমি নষ্ট করা হয়েছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে তার। মতলিব
মিয়ার স্ত্রী আলেয়া বেগম বলেন, সেরমস্তপুর গ্রামের মঞ্জুর আলী, শাহ আলম,
মঈনুদ্দিন,জসিম উদ্দিন,মুসলিম উদ্দিনের নেতৃত্বে ৬০/ ৭০ জন মানুষ তাদের
হালচাষ করা জমিতে শতশত গর্তকরে জমি নষ্ট করে দিয়েছে। স্থানীয় কৃষক ময়না
মিয়া বলেন, দীর্ঘদিন যাবত জমিতে ফসল ফলিয়ে আসছেন কৃষক মতলিব মিয়া।
স¤প্রতি জমি অন্যায় ভাবে দখল করতে কিছু প্রভাবশালী মরিয়া হয়ে ওঠে। মতলিব
মিয়া জেন জমির দখল ছেড়ে চলে যায় এজন্য শতশত গর্ত করেছে প্রভাবশালীরা।
রেজাউল ইসলাম বলেন, ১৭ তারিখ সকালে অনেক মানুষ জমিতে অবৈধভাবে মাটি কেটে
জমিন নষ্ট করে দিয়েছে। শ্যামল মিয়া বলেন, অসহায় মতলিব মিয়ার জমিজামা
অবৈধ ভাবে দখল করতে এলাকার প্রভাবশালী চক্র এক হয়েছে। সেরমস্তপুর গ্রামের
ইউপি সদস্য ছমির আলী বলেন, জোরপূর্বক জমিতে গর্ত করা হয়নি। কৃষি জমিটি
মসজিদ মাদ্রাসার স¤পত্তি গর্ত করে গাছের চারা লাগানোর হবে। সাচনা বাজার
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া বলেন, জমি চিহ্নিত না করায় সমস্যার
সৃষ্টি হয়েছে। জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব বলেন,
কৃষি জমি নষ্ট করার কারো কোন অধিকার নেই যারা করেছেন তাদের বিরোদ্ধে
ব্যবস্থা নেয়া হবে।